বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বুধবার কোলকাতা ৪৪ নম্বর ওয়ার্ডে বের হয়েছিল তৃণমূলের এক বর্ণাঢ্য বিজয় মিছিল। প্রচুর মানুষ উপস্থিত ছিলেন সেই মিছিলে।

বর্ণাঢ্য ওই মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবুজ আবির নিয়ে তারা পুরো ওয়ার্ড ঘোরেন। মানুষকে সবুজ আবির দিয়ে শুভেচ্ছা জানান। সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কোলকাতার তিন বারের সাংসদ। এবার তিনি সাংসদ হিসাবে চতুর্থবার নির্বাচিত হলেন। উত্তর কোলকাতার ভূমিপুত্র ও তৃণমূলের বিশিষ্ট নেতা তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হয়েছিলেন এই বছর। স্বভাবিক কারণেই এই বছর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্বাচন লড়াই ছিল খুবই চ্যালেঞ্জয়ের। কিন্তু ভোট গণনার পরে দেখা গেলো সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয় লাভ করেছেন।

৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রেহানা খাতুনের উদ্যোগেই মূলত হয় এই বিজয় মিছিল। রেহানা খাতুন বলেন,দিদির শুধু লক্ষ্মীর ভান্ডার নয় সমস্ত স্কিম মানুষের কাছে পৌঁছেছে। মানুষ সেই স্কিমের সুবিধা পেয়েছে। তাই মানুষ দু’হাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করেছেন । সমস্ত ভারতবাসী তাকিয়ে দেখেছে দিদির কাজ। তিনি বলেন, এবার বিজেপি টার্গেট করেছিল বাংলাকে। কিন্তু বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বাংলা দিদির সঙ্গে, তৃণমূলের পক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *