বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলায় কাজে আসল না মোদী ম্যাজিক! কার্যত ডাহা ফেল শুভেন্দু অধিকারীও? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণকৌশলের মুখে কার্যত দাঁড়াতেই পারলেন না? শুধুমাত্র কোনও রকমে অধিকারী গড় হিসাবে পরিচিত কাঁথি এবং তমলুকে পদ্ম ফোটালেন বঙ্গ বিজেপির সেকেন্ড ইন কমান্ড (Suvendu Adhikari)।
যদিও এহেন হারের কারণ হিসাবে পুলিশ এবং প্রশাসনের একাংশের উপরেই দায় চাপিয়েছেন। এমনকি এহেন ফলাফলের জন্য কোনও ভাবেই বিচলিত নয়। সাংবাদিক বৈঠকে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
কলেজে পড়তে পড়তেই রাজনীতিতে নাম লেখানো। কংগ্রেসের হয়ে পরবর্তীকালে কাঁথি পুরসভার কাউন্সিলর পদে টিকিট পান শুভেন্দু (Suvendu Adhikari)। সাল ১৯৯৫। একেবারে সেই সময় থেকে পাকাপাকিভাবে রাজনীতিতে যোগ। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রতিষ্ঠা করলে সে দলে যোগ দেন। মুগবেড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন। কিন্তু হেরে যান। এরপর তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেও দাপুটে নেতা লক্ষ্মণ শেঠের কাছে হারতে হয়। এরপর কাঁথি থেকে বিধায়ক হিসাবে বিধানসভায় যান। বিধায়ক হিসাবে নন্দীগ্রাম আন্দোলন একেবারে সামনে থেকে লড়াই করেন। আর সেটাই টার্নিং পয়েন্ট হয়ে ওঠে শুভেন্দু অধিকারীর কাছে।
একাংশের মতে, তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান মোটেই ভালো চোখে নেননি নাকি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়াও একাধিক ইস্যুতে শাসকদলের সঙ্গে দূরত্ব বাড়ে। গত বিধানসভা নির্বাচনের আগে শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। কার্যত তাঁকে সামনে রেখেই বাংলায় জয়ের স্বপ্ন দেখে মোদী-শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা হয়। তিনি জিতলেও ৭২ এ বাংলায় বিজেপি আটকে যায়। কার্যত সেই সময়ও অভিষেক রণকৌশলের সামনে দাঁড়াতে পারেনি বিজেপি। যদিও সেই সময় এই ফলাফলের জন্য এক সংবাদমাধ্যমে শুভেন্দু জানান, সদ্য বিজেপিতে সেই সময় যোগ দিয়েছিলাম।
বঙ্গ বিজেপিতে বড় দায়িত্ব পান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি দিল্লির নেতারাও যথেষ্ট গুরুত্ব দেয় তাঁকে। কিছুদিনের মধ্যেই কার্যত বঙ্গ বিজেপিতে দু-নম্বর নেতা হয়ে ওঠেন। মোদী-শাহের কাছের লোক হয়ে ওঠেন। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে একটা জায়গায় আনতে কার্যত গোটা রাজ্য চষে ফেলেন শুভেন্দু। কোথায় কোন প্রার্থী হবে তা নির্বাচনে বড় ভূমিকা ছিল তাঁর। এমনকি প্রচারের কৌশল কীভাবে তা নিয়ন্ত্রণেও বড় ভূমিকা ছিল। এমনটাই বিজেপি সূত্রের খবর। সংখ্যা না বললেও এবার বাংলায় বিজেপি ভালো ফল করবে, এমনটাই দাবি করেছিলেন বিরোধী দলনেতা।