বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:যে নীতিশ কুমারের উদ্যোগেই INDIA জোট গঠিত হয়েছিল সেই নীতিশ কুমার হঠাৎ বিমান পাল্টে চলে গেলেন NDA জোটে। মানুষ খুব অবাক হয় নি। কারণ এমন জোট পাল্টানো নীতিশ আগেও করেছে।

সেই প্রশ্নের উত্তর আসার আগেই একই বিমানে পাটনা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব। নীতীশের ঠিক পিছনেই বসেন আরজেডি নেতা। তবে দু’জনেই কোনও মন্তব্য করতে চাননি। তার জেরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক জল্পনা। কানাঘুষো শুরু হয়েছে যে তাহলে কি নরেন্দ্র মোদীর এনডিএয়ের ‘বিমান’ ছেড়ে বিরোধীদের ইন্ডিয়া জোটের ‘বিমানের’ সওয়ারি হলেন নীতীশ? যদিও তার দল তা অস্বীকার করেছে। কিন্তু রাজনীতিতে তো অসম্ভব বলে কিছু হয় না। এনডিএ জোটের বৈঠকে যোগ দিতেই দিল্লিতে যাচ্ছেন। তাঁর কথায়, ‘জেডিইউয়ের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক কেসি ত্যাগী। জেডিইউ এনডিএতে ছিল এবং এনডিএতে থাকবে।’

আরজেডির এক নেতাও জানিয়েছেন যে দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তেজস্বী। নীতীশের সঙ্গে দেখা হয়ে যাওয়ার বিষয়টি নেহাতই কাকতলীয়। তবে ইন্ডিয়া জোটে নীতীশের প্রত্যাবর্তন নিয়ে জল্পনা উস্কে দিতে ছাড়েনি আরজেডি। ওই নেতা বলেন, ‘২৭২ আসনের ম্যাজিক ফিগারের অনেক আগেই বিজেপিকে আটকে দেওয়া গিয়েছে। ইন্ডিয়া জোটও খুব একটা পিছিয়ে নেই। বিরোধীদের একই জায়গায় নিয়ে আসার কাজটা শুরু করেছিলেন নীতীশ কুমারই। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নীতিশকে ডেপুটি প্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *