বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:স্বাভাবিক নিয়মে NDA জোট কিছুটা এগিয়ে। খুব পিছিয়ে নেই INDIA জোট। কিন্তু কারা সরকার গড়বে? এখানেই আছে কিছু অংকের খেলা।
হাইভোল্টেজ বুধবার আজ। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। আজই হিসাব হবে কে সরকার গড়বে, কে সরকার ভাঙবে। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA)। তবে ইন্ডিয়া জোটও খুব একটা পিছিয়ে নেই। ২৩৪ আসন পেয়েছে ইন্ডিয়া জোট। তারা যদি চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারকে জোটে টানতে পারে, তবে তারাও সরকার গড়তে পারে অন্যান্য় দলগুলির সমর্থন নিয়ে। এই পরিস্থিতিয়েই দু’পক্ষই বুধবার বিকেলে মিটিং ডেকেছেন নিজেদের মধ্যে আলোচনা সারতে।
ইতিমধ্যে NDA তে বিজেপি সঙ্গীরা দপ্তর নিয়ে দাবি জানানো শুরু করেছে। জোটের রাজনীতি কেমন হবে, তা স্পষ্ট হবে আজকের এনডিএ বৈঠকেই। সূত্রের খবর, আজই এনডিএ বৈঠকে মোদির হাতে লেটার অব সাপোর্ট (Letter of support) তুলে দিতে চলেছেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু। তারপর?
অন্যদিকে কংগ্রেস ইতিমধ্যে নীতিশ ও চন্দ্রবাবুর কাছে সমর্থন চেয়ে আলোচনা শুরু করেছেন। জানা গিয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসন থাকা সত্ত্বেও শরিক-সহযোগীদের গুরুত্ব দিয়েই পথ চলা শুরু করতে চাইছে কংগ্রেস। তবে সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাদের মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয় নি। তবে আম আদমি পার্টির ভরা ডুবি ভাবিয়ে তুলেছে INDIA জোটকে।