বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে খেলা! এখনও পর্যন্ত যে ট্রেন্ড তাতে বাংলায় জেতা আসন ধরে রাখছে তৃণমূল। অন্যদিকে জেতা আসন হারানোর আশঙ্কা বিজেপির। যদিও বসিরহাট লোকসভায় জয়ের স্বপ্ন দেখছেন সন্দেশখালির রেখা পাত্র। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এবার ‘প্রতিবাদী মুখ’ রেখাকে প্রার্থী করে বিজেপি।
কিন্তু এখনও পর্যন্ত যা ট্রেন্ড (North 24 Parganas, West Bengal) তাতে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম অনেকটাই এগিয়ে রয়েছেন। যদিও এটাই চূড়ান্ত (West Bengal Lok Sabha Election Results) ফলাফল নয়। যে কোনও সময় বদলে যেতে পারে ফলাফল। এই প্রসঙ্গে রেখা পাত্র জানিয়েছেন, আমিই জিতছি।
বসিরহাট কেন্দ্র থেকে জয়ের পর প্রধানমন্ত্রী আবার আসবেন। আগামীদিনে সন্দেশখালির ভবিষ্যৎ উজ্জ্বল। তবে শুধু সন্দেশখালি নয়, প্রত্যেক আসনে বিজেপি জিতবেন বলেও এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রেখা পাত্র।
তবে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই ভোট গণনা চলছে (West Bengal Lok Sabha Election Results) বলে দাবি। বলে রাখা প্রয়োজন, রাজ্যের ৪২ আসনের ভোট গণনা চলছে মঙ্গলবার। রাজ্য জুড়ে মোট ৫৫ টি গণনা কেন্দ্রে প্রদত্ত ভোটের গণনা করা হচ্ছে। এই ৫৫ টি গণনা কেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় নির্বাচন কমিশন (Election Commission of India) এর তরফে। গণনা কেন্দ্রের একদম প্রথম ভাগে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এই এলাকায় নির্দিষ্ট কারণ ব্যতিরেকে কোনও রাজ্য পুলিশের আধিকারিক কিংবা কর্মী ঢুকতে পারবেন না। পরের দুই ধাপেই রয়েছে সশস্ত্র পুলিশ। বাইরে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কাউকেই গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্ত্য এরপরেও রাজ্যের বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর সামনে আসছে। বিশষ করে ভোট গণনার শুরু হওয়ার পর থেকে ব্যারাকপুর, যাদবপুর সহ বিভিন্ন ভোট গণনা কেন্দ্র থেকে অশান্তির খবর আসছে।