বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ‘১জুন শেষ পর্বের ভোট মেটার পরেই অন্তত ৮/৯টি সংস্থা এক্সিট পোল প্রকাশ করে দিয়েছে। বলা বাহুল্য যে এক জনের সঙ্গে অপরের ফলের পার্থক্য বিস্তত হলেও সকলেই তৃতীয় বারের জন্য মোদীকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। এই নিউজ প্রচারিত হতেই তীব্র ক্ষোভ ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২০১৬, ২০১৯ ও ২০২১ সালের এক্সিট পোল দেখেছি। কোনোটাই মেলাতে পারিনি, কারণ এগুলো সব বিজেপির তৈরি। মিডিয়াকে খাইয়ে দেওয়া হয়েছে। দুই মাস আগেই এই এক্সিট পোলগুলি তৈরি হয়ে গিয়েছিল। সেই কোম্পানিটাও বিজেপির কোম্পানি। অভিষেক আজ সাংবাদিক বৈঠক করবে। নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবে।” তৃণমূলের ছোটো বড়ো সকল নেতাই ওই বুথ ফেরৎ সমীক্ষাকে মিথ্যা বলেছেন।

মমতা বলেন, “বিজেপি কিছু লোক পোষে। সবাই বলে মিডিয়া থেকে ‘ই’ টা উঠিয়ে দাও। ‘ও’ লিখে দাও তার বদলে। ‘মিডিয়া’ তখন ‘মোডিয়া’ হয়ে যাবে। আমি অন্য রাজ্যের বিষয়ে বলতে পারব না, কারণ আমার অন্য রাজ্য নিয়ে ধারণা নেই। তবে অখিলেশরা ভাল করবে, তেজস্বীরা ভাল করবে, স্ট্যালিনরা ভাল করবে। উদ্ধবরা ভাল করবে। যেখানে যেখানে আঞ্চলিক দল রয়েছে, তারা ভাল ফল করবে। যেই-ই আসুক না কেন, খুব বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে না।” আরো এক পা এগিয়ে তিনি বলেন, ‘বিজেপি টাকা খাইয়ে এক্সিট পোল তৈরী করিয়েছে।’ তবে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসা নিয়ে মমতা সন্দীগ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *