বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বঙ্গে বিজেপি কত আসন পাবে তৃণমূলকে ছাপিয়ে এগিয়ে যাবে কি সেই প্রশ্ন কোন ঘুরপাক খাচ্ছে বুথ ফেরত সমীক্ষা একাধিক জায়গায় দাবি করেছে বঙ্গে বিজেপির ভালো ফল হবে তাই নিয়ে এবার মতামত দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তার আমলে বিজেপি ভালো ফল করেছিল ২০১৯ সালে বিজেপি সকলকে অবাক করে বাংলায় প্রায় অর্ধেক আসল জিতেছিল লোকসভা নির্বাচনে এবারও কি এদিকেই বিজেপির ফল যাবে দিলীপ ঘোষ মনে করেন আরো ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলায় পথ দেখ আসল আরও বাড়বে।

দিলীপ ঘোষ এদিন বলেন, ” ২০১৯ সালের ইতিহাস আমার মনে আছে। সমস্ত এক্সিট পোলকে আমরা ফেল করিয়ে দিয়েছিলাম। এবারেও ফেল করিয়ে দেব। কেউ ২৭ দেখিয়েছে। কেউ কেউ ২৫ দেখিয়েছে। কিন্তু আমাদের নেতা অমিত শাহ ৩০ পর্যন্ত টার্গেট দিয়েছে। আমরা সেখানেই পৌঁছাব।”

নদিয়ায় বিজেপি কর্মীর খুন সম্পর্কে তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ” অভিযোগ চলতেই থাকে। কিন্তু গতকাল টিএমসি যে হিংসাত্মকভাবে ভোট লুট করার চেষ্টা করেছে। একটা ভোটও আটকাতে পারেনি, একটাও ফল দিতে পারেনি। ওদের হতাশা গতকালের ব্যবহারেই ফুটে উঠেছে।”

তিনি আরও বলেন, ” উপর থেকে হারতে হারতে এসেছিল। ভেবেছিল কলকাতার আশপাশটা বাঁচাবে। সেটাও সম্ভব নয়। কারণ, মানুষ যেভাবে শান্তিপূর্ণ ভোট দিয়েছে। ওরা বুঝতে পেরেছে তাদের বিপক্ষে যাচ্ছে। শেষ যে গড় কলকাতার আশেপাশে, সেটাও ওদের হাত থেকে চলে যাবে।”

সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ” গতকাল সকাল থেকেই উৎপাত করার চেষ্টা করেছে। যে ভোট লুট করে জিতত, সেটা করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ওই মহিলারা যারা ছয় মাস ধরে আন্দোলন করছেন, তারা যেভাবে প্রতিবাদ করেছেন এগিয়ে এসে। পুলিশকেও মাথানত, হাতজোড় করতে হয়েছে। এই ভোটটা যে পড়েছে টিএমসি চিন্তায় আছে।”

তাপস রায়কে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। সেই বিষয়ে দিলীপ বলেন, ” যেখানে আমরা জিতব, টিএমসি হারবে, সেখানেই এই ধরনের প্রস্তুতি তৈরি করা হয়। প্রার্থীদের আটকানো, গো ব্যাক বা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা। কিন্তু কোথাও সফল হতে পারেনি ওরা। ভোট হয়েছে। এই হতাশাটা প্রকাশ হয়েছে, ওরা হারছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *