বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শনিবার সপ্তম দফার ভোট শুরু হয়েছে। সকাল থেকে কলকাতা ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আকাশ মোটামুটি পরিষ্কার। এই তিন জেলায় নয় কেন্দ্রে এদিন ভোট রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন সমগ্র দক্ষিণবঙ্গে জুড়েই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের বাকি অংশে এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে প্রবেশ করেছে। এছাড়াও মৌসুমী বায়ু ত্রিপুরা, মেঘালয়, অসম এবং উত্তরবঙ্গ ও সিকিমের বেশিরভাগ অংশে প্রবেশ করেছে।
মৌসুমী বায়ু দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার পুরো অংশ ছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে প্রবেশ করেছে।
শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ দিনাজপুর ও মালদ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় এদিন ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকতে চলেছে। কোনও কোনও বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধের দিকে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। শুক্রবার যা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৫.১ মিলিমি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন তিন-চারেকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না।