বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দক্ষিণ কলকাতা কেন্দ্রের একাধিক জায়গায় উত্তেজনা সকাল থেকে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়রা হালিমের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। বালিগঞ্জে বুথের ভেতরে চরম হেনস্থা করা হল সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশনারা মিশ্রকে। তিনি সায়রা হালিমের এজেন্ট হিসেবে বুথে বসেছিলেন।
তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথের ভেতরে ঢুকে রোশনারা মিশ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁরা অভিযোগ করেছেন রোশনারা মিশ্র মদ্যপান করে এসেছেন। তিনি সুস্থ অবস্থায় নেই। তাঁকে অবিলম্বে বুথ থেকে বের করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। সিপিএম প্রার্থী সায়রা হালিমের উপস্থিতিতেই বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
মর্ডান হাইস্কুলে সিপিএম প্রার্থী সায়রা হালিমের নির্বাচনী এজেন্ট সূর্যকান্ত মিশ্রের মেয়ে রোশনারা মিশ্র। হঠাৎ করকেই বুথের ভেতরে ঢুকে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবং তাঁরা অভিযোগ করেন রোশনারা মিশ্র সুস্থ অবস্থায় নেই। তিনি মদ্যপান করে এসেছেন। তাঁকে অবিলম্বে বূুথ থেকে বের করে দেওয়ার দাবি জানাতে থাকেন তাঁরা। সায়রা হালিমের উপস্থিতিতেই চলে বিক্ষোভ।
কলকাতা দক্ষিণ কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা হালিম। সকাল সকাল ভোট দিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন বুথে বুথে। পিকনিক গার্ডেনে একটি বুথে ভুয়ো ভোটারকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। বালিগঞ্জের পার্ক ডে স্কুলে ভুয়ো ভোটার ধরার অভিযোগ করেছেন তাঁরা। তিনি বুথে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।
সায়রা হালিম অভিযোগ করেছেন বোরখা পরে এসে ভুয়ো ভোটাররা ভোট দিয়ে যাচ্ছেন। তিনি প্রশ্ন করতেই তর্কাতর্কি শুরু হয় বলে অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী। এবং তিনি চেপে ধরতেই সেখান থেকে পালিয়ে যান এই ভুয়ো ভোটার। এই নিয়ে উত্তেজনা ছড়ায় বালিগঞ্জ পার্ক ডে স্কুলে। ভুয়ো ভোট দেওয়ার পথ সুগম করতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।