বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:দমদম লোকসভা নির্বাচনের পাশাপাশি বরানগরে বিধানসভা উপনির্বাচনও চলছে। সকাল থেকেই বারনগর উপনির্বাচনে বিভিন্ন বুথে অশান্তির খবর ছড়িয়ে পড়েছে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ। সকাল থেকেই তিনি বিধানসভা এলাকার বিভিন্ন বুথে ঘুরছেন। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।
সকালে বরানগরের একটি বুথে ভুয়ো ভোটার ধরেন তিনি। তারপরেই আবার বরানগরের আলমবাজারে ভুয়ো ভোটার ধরেন বিজেপি প্রার্থী। তিনি অভিযোগ করেছেন ভোটের লাইনে বেশ কয়েকজন ভুয়ো ভোটার দাঁড়িয়েছিলেন। বাইরে জমায়েত দেখেই তাঁর সন্দেহ হয়েছিল সঙ্গে সঙ্গে তিনি কয়েকজন ভোটারকে প্রশ্ন করেন। এবং তাঁদের হাতে নাতে ধরে ফেলেন।
রীতিমতো হাত চেপে ধরে কিউআরটি টিমে অভিযোগ জানান তিনি। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন সেখানে কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না। ভুয়ো ভোটারকে হাতে ধরেই তিনি কমিশনে অভিযোগ জানান। এদিকে বিজেপি প্রার্থীকে ঘিরে ঘরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বিজেপি প্রার্থীকে গিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তাঁরা।
সজল ঘোষ অভিযোগ করেছেন দেদার ছাপ্পা ভোট দেওয়ার জন্যই অবৈধ জমায়েত করছিলন তৃণমূল কংগ্রেস। দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে বুথের সামনে। দীর্ঘক্ষণ পরে পুলিশ ঘটনা স্থলে আসে। পুলিশের সামনেই সজল ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন শান্তিপূর্ণ ভোটদান চলছিল সজল ঘোষ এসে পরিবেশকে অশান্ত করে তুলেছে।
সকাল থেকে বরানগর বিধানসভা এলাকায় একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। বিকেসি কলেজে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। সিপিএম প্রার্থী ভোটের লাইনে ভোটারদের প্রভাবিত করছিলেন বলে অভিযোগ করেছেন বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় বরানগরে। দফায় দফায় বরানগরের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছ।