বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তাইকন্ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আই আই টি এফ-র উদ্যোগে ৪র্থ বেঙ্গল স্টেট তাইকন্ডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হল আজকে করা হয়েছিল রেলওয়ে ইনস্টিটিউট হল, এন জে পিতে।আজ সকালে এই প্রতিযোগীতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব।
উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলার এবং তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব।এদিন মেয়র গৌতম দেব জানান আমাদের যত খেলা আছে এই তাইকন্ডো তাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় প্রতিযোগিতা। তাই শিলিগুড়ি এবং তার আশেপাশের সব জায়গাতে এই তাইকন্ডো প্রতিযোগীতার প্রসারে আমাদের দরকার কিছু প্রতিযোগিতা যেখানে আমাদের প্রতিযোগীরাও অংশ নেবে। শিলিগুড়ির মানুষ এই প্রতিযোগীতা নিয়ে প্রচণ্ডভাবে আগ্রহী।তাই এই প্রতিযোগীতাকে জনপ্রিয় করে তুলতে আমার কিছু প্রয়াস থাকল। এখন থেকে বেশ কিছু প্রতিযোগিতা বিশেষ করে জেলাকে কেন্দ্র করে শিলিগুড়িতে করবার ইচ্ছে থাকল। আমাদের কাজ শুধুমাত্র এই ধরনের প্রতিযোগীতার আয়োজন করা।