বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিদেশে চলছে প্রি ওয়েডিং ক্রুজ পার্টি। বলিউডের তাবর তারকারা হাজির হয়েছেন অনন্ত-রাধিকার সেকেন্ড প্রি ওয়েডিং সেলিব্রেশনে। ইতালি থেকে ২৯ মে ছেড়েছে ক্রুজ। বিলাশ বহুল ক্রুজ ইতালি থেকে ছড়ে রোমে গিয়ে থামবে। গোটা ক্রুজটাই প্রায় ভাড়া করে ফেলেছেন আম্বানিরা।
জানেন এই বিলাসবহুল ক্রুজের ভাড়া করত। শুনলে চমকে উঠবেন। বিলাসবহুল এই ক্রুজের ভাড়া ৭৫০০ কোটি টাকা। এবং এক একটি স্যুইটের বাড়া ৬০ লক্ষ টাকা। ক্রুজে রয়েছে স্পা, জিম, বিশাল ডাইনিং, সুইমিং পুল, বিলাসবহুল বেডরুম। ২৯ মে থেকে শুরু হওয়া এই ক্রুজ পার্টি চলবে ১ জুন পর্যন্ত।
ইতালির পালমেও থেকে যাত্রা শুরু করেছে ক্রুজটি। ফ্রান্সের দক্ষিণ দিক ঘুরে সেটি আবার ফিরে আসবে ইতালিতে। অতিথিদের তালিকায় রয়েছে করিনা কাপুর, করন জোহর, জাহ্নবী কাপুর, করিশ্মা কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খান, শাহরুখ খান, সলমন খান, ওরি, অনন্যা পাণ্ডে, সহ একাধিক বলি তারকা।
জানা গিয়েছে পিটবুল এবং গুরু রনধাওয়া সহ একাধিক তারকা। এর আগে গুজরাতের জাম নগরে অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন পপ তারকা রিহানা। সেখানে বলিউডের তাবর তারকারা উপস্থিত ছিলেন। অনন্ত রাধিকা নিজে হাতে দরিদ্র সেবা করেছিলেন জাম নগরে। গত ২৯ মে থেকে শুরু হয়েছে অনন্ত রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশন। এবার বিদেশে চলছে তার সেলিব্রেশন।
আগামী ১২ জুলাই অনন্ত-রাধিকার বিয়ে। ইতিমধ্যেই তাঁদের বিয়ের কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে হবে বিয়ের অনুষ্ঠান। ১৪ তারিখ রিসেপশনের আয়োজন করা হয়েছে। মোট ২ দিনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে দুই পরিবার।