বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জলের যন্ত্রনা শিলিগুড়িতে, মানুষ জলের জন্য একপ্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছেন। জলের জায়গা নিয়ে, শিলিগুড়ির বিভিন্ন এলাকাজুড়ে জলের জন্য হাহাকার। সবার এক অভিযোগ কেন এটা বলা হল না আগে? পুরসভা কি জানত না জলের এই করুন অবস্থা? হঠাৎ করে এই ঘোষনাকে ঘিরে অনেকটাই বিপাকে সাধারন মানুষ।

অনেকেই জানিয়েছেন এইভাবে কাজকর্ম ফেলে দিয়ে যেভাবে আমাদের ঘুরতে হচ্ছে সেই দিক থেকে আমাদের প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছ। কারন সবার বাড়িতে কতখানি জল পাওয়া যাচ্ছে সেটা জানেন না কেউই। আমাদের এখন কটাদিন জল ছাড়া চলতে হবে। এটা যদি আগেভাগে জানতে পারতাম তবে এতখানি অসুবিধার মধ্যে পড়তে হত না আমাদের। সারা শিলিগুড়ি জুড়ে একটাই কথা কেন এত দেরী হল এই সিদ্ধান্ত জানাতে। আমাদের মত মানুষেরা যাদের কাছে পর্যাপ্তভাবে অর্থ নেই তারা কিভাবে কি করবে? বলা হচ্ছে দুই তারিখ এখন বলা হচ্ছে বলে দেওয়া হবে ঠিক কতদিন জল থাকবে না। এই সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে তবে শিলিগুড়ির মানুষের পক্ষে শিলিগুড়িতে বাস করাই অসম্ভব হয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *