বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ম্যালের রাস্তার ধারে দেওয়ালের উপরে চিতাবাঘ। শৈলশহরে শীতের রাত একেবারেই ফাকা থাকে চারিদিকে। তার মধ্যে চিতাবাঘটি খুব সম্ভবত পথ হারিয়ে রাস্তার উপরে বসে ছিল।
গাড়ি করে ফিরতে গিয়ে পর্যটকেরা দেখে আতঙ্ক ছড়িয়ে চিৎকার করতে থাকেন। সেই সময় ওই রাস্তায় কেউ ছিলেন না। এক পর্যটক সাহস করে চিতাবাঘটির ছবি তুলে ভাইরাল করে দেন। চিতাবাগটি খুব সম্ভবত চিড়িয়াখানা থেকে বেরিয়ে রাস্তা হারিয়ে ঘোরাফেরা করছিল। রাত হয়ে যাওয়ায় বন দপ্তরের কর্মীদের আসতে দেরী হয়ে যায়। ততক্ষনে চিতাবাঘটি এক জায়গা থেকে অন্য জায়গায় লাফ দিয়ে চলে যাচ্ছিল। গভীর রাতে বন দপ্তরের কর্মীরা অনেক চেষ্টার পরে এসে চিতাবাঘটিকে উদ্বার করে নিয়ে চলে যান। তবে তখন ঠান্ডা থাকায় চিতাবাঘটিকে ধরতে অনেক দেরী হয়ে গিয়েছিল। ঠান্ডা থাকায় এমনিতেই চিতাবাঘটি কাবু হয়ে পড়েছিল। পরে চিতাবাঘটিকে ধরে কম্বল জড়িয়ে তাকে নিয়ে যান তারা। বয়স বেশী না বলে হয়ত কৌতুহল বশত চিতাবাঘটি চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছিল।