বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এর আগে রোজভ্যালি কাণ্ডে ঋতুপর্ণা ও প্রসেনজিৎকে ইডি তলব করেছিল। সে ক্ষেত্রে অবশ্য যুক্তি ছিল যে রোজভ্যালির মালিক গৌতম কুন্ডু একাধিক বাংলা সিনেমায় টাকা ঢেলেছিলেন। কিন্তু রেশন দুর্নীতিতে ঋতুপর্ণার ডাকের সংবাদ পেয়ে সকলেই বিস্মিত।
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠরা গ্রেফতার হয়েছেন। তবে এবার হঠাৎ ঋতুপর্ণার নাম আসা নিসন্দেহেই বড় চমক। তবে এখনো পরিষ্কার নয় কেন এই তলব।
নাগরিক মহল মনে করছেন যে রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া নেতা মন্ত্রীদের কারোর সঙ্গে হয়তো ঋতুপর্ণার যোগাযোগ ছিল। সূত্রের খবর ৫ জুন তাঁকে তলব করা হয়েছে। যদিও অভিনেত্রীর তরফে, এখনও এই নিয়ে মুখ খোলা হয়নি। তিনি ৫ জুন ইডি অফিসে হাজিরা দেবেন কি না, তাও স্পষ্ট নয়। কারণ অযোগ্য-র মুক্তি নিয়ে বড়ই ব্যস্ত তিনি। ঋতু ও প্রসেনজিৎ জুটির ৫০ তম সিনেমা ‘অযোগ্য’ রিলিজ হতে চলেছে। তা নিয়ে তিনি এখন খুবই ব্যস্ত।