বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পরিবারের মত না থাকায় তিনি রাজনীতিতে যোগ দিতে পারেননি। এমনটাই জানিয়েছেন প্রাক্তন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। তিনি বলেছেন, রাজনীতিতে যোগ না দিয়ে যেখানে পারবেন সাহায্য করতে চান। তিনি বলেছেন, লোকে তাঁকে এখনও বিশ্বাস করে না।
রঘুরাম রাজন বলেছেন, তাঁর পরিবার রয়েছে, স্ত্রী রয়েছে। তাঁরা ভাল কারণেই তাঁকে (রাজন) রাজনীতিতে আসতে বাধা দিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এমনটাই বলেছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
তিনি কী কোনও সময়ে কংগ্রেসে যোগ দেবেন? এই প্রশ্নের উত্তরে রাজন বলেছেন, সরকারের কোনও নীতি পছন্দ না হলে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন। রাহুল গান্ধীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং তাঁকে (রাহুল) কোনও পরামর্শ দেন কিনা, এব্যাপারে প্রশ্ন করা হলে, রাজন বলেন, চিন্তা করার এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, রাহুল গান্ধীকে এমনভাবেই চিত্রিত করা হয়। কিন্তু তিনি মনে করেন এবিষয়টি ভুল। রাহুল গান্ধী স্মার্ট, বুদ্ধিমান ও সাহসী। তিনি বলেছেন, রাহুল গান্ধী এমন একটি পরিবারের, ঠাকুরমাকে হত্যা করা হয়েছে এবং বাবাকে উড়িয়ে দেওয়া হয়েছে।
রঘুরাম রাজন বলেছেন, রাজনীতিতে যুক্ত হতে চাইলে এবং ভিড়ের মধ্যে থাকতে চাইলে, যদি তাঁর (রাজন) সেই অভিজ্ঞতা থাকত, তাহলে তিনি সারাক্ষণ বিছানায় লুকিয়ে থাকতেন। তাই তিনি মনে করেন এবং রেকর্ড দেখেন, অনেক গুণাবলী রয়েছে, যা প্রশংসনীয়।
রাজন বলেছেন, তিনি মনে করেন কোভিডের সময় তিনি (রাহুল) ঠিক বলেছিলেন। আমাদের আরও প্রস্তুতি নেওয়ার দকরা। কংগ্রেস একটা সময় সমাবেশ বন্ধ করে দেয় আর দ্বিতীয় তরঙ্গের সময় রাজনীতিও বন্ধ করে দেয়।
রাহুল গান্ধীকে তিনি যুক্তিসঙ্গত নেতা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যেভাবে তাঁকে (রাহুল) চিত্রিত করা হয়, ঠিক তার বিপরীত তিনি। রাজন আরও বলেছেন, তাঁর (রাহুল) দৃঢ় বিশ্বাস রয়েছে, যদি তাদের সঙ্গে একমত না হন, তাহলে সেই বিতর্ক জড়িয়ে যেতে পুরোপুরি চেষ্টা করেন।
প্রাক্তন আরবিআই গভর্নর মোদী সরকারের নীতি, বিশেষ করে পিএলআই স্কিম এবং চিপ শিল্পে ব্যাপক বিনিয়োগের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটা তিনি বলতে চান না, যে রাহুল গান্ধীর কাছে সব উত্তর রয়েছে।
দুইহাজার বাইশের ডিসেম্বরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছিল রঘুরাম রাজনকে। সেই যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে কথোপকথনেও দেখা গিয়েছিল প্রাক্তন আরবিআই গভর্নরকে। সেই সময় গুঞ্জন ওঠে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন।
বিজেপির তরফে সেই সময় কটাক্ষ করে বলা হয়েছিল, এটা বিষ্ময়কর কিছু নয়। তিনি (রাজন) নিজেকে পরবর্তী মনমোহন সিং হিসেবে কল্পনা করেন। ভারতের অর্থনীতি নিয়ে তাঁর (রাজন) মন্তব্যকে অবজ্ঞার সঙ্গে উড়িয়ে দেওয়া উচিত বলেও জানিয়েছিল বিজেপি।