বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ষষ্ঠ দফা নির্বাচন শেষ হওয়ার পরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন অংক করতে। পশ্চিমবঙ্গের ভোটের অংক নিয়ে তিনি মুখ খোলেন।
আর সেই প্রসঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুসলিম তোষণকারী বলে হুঙ্কার দেন। ষষ্ঠ দফা ভোটের পরে তিনি বলেন, ‘বাংলায় আমরা ২৪ থেকে ৩০টি আসনে জিততে চলেছি এই লোকসভা নির্বাচনে। বাংলার মানুষ সিন্ডিকেট সংস্কৃতি, দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, অনুপ্রবেশের জেরে নাজেহাল। সেই রাজ্যের চারজন প্রভাবশালী মন্ত্রী গ্রেফতার হয়েছেন বিগত দিনে। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে।’ সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ দাবি করলেন, ‘ষষ্ঠ দফায় বাংলায় যেকটি আসনে ভোট হয়েছে, তার মধ্যে অন্তত ৭টি আসনে বিজেপি জিতছেই।’
এর পরেই সন্দেশখালি নিয়ে তিনি মুখ খোলেন। তিনি বলেন, ‘সন্দেশখালির ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রূপ তুলে ধরেছে। তিনি তোষণের রাজনীতি এবং ভোট ব্যাঙ্ক অক্ষত রাখতে কত দূর যেতে পারেন, তা এর থেকেই স্পষ্ট। ধর্মের নামে সেখানে কয়েকশো মহিলাকে নির্যাতন করা হয়েছে। এর থেকে আর কত নীচে যাবেন একজন মহিলা মুখ্যমন্ত্রী? তিনি ভোট ব্যাঙ্কের কারণে কোনও পদক্ষেপ করেননি। আমি বাংলায় প্রচারে গিয়ে সেখানকার মহিলাদের চোখে সন্দেশখালি নিয়ে রাগ দেখেছি।’ OBC নিয়ে কোর্টের রায়কে সমর্থন করে তিনি বলেন, শুধু মুসলিম তোষণ করার জন্য তিনি মুসলিমদের সমস্ত গোষ্ঠীকে OBC তালিকাভুক্ত করেছেন।