বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত দুই দিন ধরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে চলেছে ঘূণিঝড় রেমালের তান্ডব। তার প্রভাব পড়ল উত্তরপূর্বের রাজ্য মিজোরামেও। মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির মাঝে রাজধানী আইজলে পাথরের চাঁই ধসে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

পাথরখনিতে ধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু র পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ।বাংলা, বাংলাদেশে তাণ্ডব চালানোর পর এবার মিজোরাম রাজ্যে সাইক্লোন ‘রেমাল’-এর প্রভাব দেখা দিচ্ছে।

এমনকি খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়িরও ব্যাপক ক্ষয়খতির খবর প্রকাশ্যে এসেছে। এই ঘটনা প্রসঙ্গে মিজোরামের ডিজিপি জানিয়েছেন, পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। নদীর জলস্তরও বাড়ছে এবং নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।কিন্তু বৃষ্টির কারণে উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী লালদুহোমা, স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা, মুখ্য সচিব রেণু শর্মা এবং অন্যান্য সারকারী কর্মকর্তাদের সাথে পরিস্থিতির পর্যালোচনা করার জন্য একটি জরুরি বৈঠক ডেকেছেনবৃষ্টির কারণে, সমস্ত স্কুল বন্ধ ছিল এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানের সাথে জড়িতরা ব্যতীত সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়ছে।
বিগত কয়েকদিন ধরেই উত্তরপূর্বের রাজ্য মিজোরামে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এলাকার সব স্কুল বন্ধ রাখা হয়েছে , অফিস বন্ধ করা হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় ও গুরুত্বপূর্ণ সড়কে ভূমিধসের কারণে গাড়ি চলাচল বন্ধ আছে। জাতীয় সড়কের এক অংশে ধসের কারণে দেশের বাকি অংশের সঙ্গে আইজলের যোগাযোগ বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *