বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রেমালের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে ফের হাওড়া শাখায় ব্যহত ট্রেন চলাচল। মঙ্গলবার সাত সকালে লাইনচ্যুত লোকাল ট্রেন পরিষেবা। লিলুয়া স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় হাওড়া শেওড়াফুলি রুটের একটি লোকাল ট্রেন। তার জেরে একাধিক রুটের লোকাল ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে।

হাওড়ার লিলুয়ায় লাইনচ্যুত খালি লোকাল ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। এই দুর্ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল এদিন হঠাৎ করেই লাইনচ্যুত হয়। উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক।

পূর্ব রেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭-০৫ মিনিট নাগাদ শেওড়াফুলি থেকে হাওড়া যাওয়ার একটি খালি ইএমইউ লোকাল ট্রেন লিলুয়া স্টেশনে লাইনচ্যুত হয়। ঘটনাটি ডাউন মেইন লাইনে ঘটে বলে জানা গেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, শীঘ্রই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। লাইনচ্যুত হওয়ার কারণ নির্ধারণের জন্য একটি বিশদ তদন্ত করা হবে। যাত্রী ও রেল কর্মীদের নিরাপত্তা রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত রবিবার থেকে ঘূর্ণিঝড় রেমালের কারণে একাধিক ট্রেন বাতিল এবং বন্ধ ছিল। ঘূর্ণিঝড়ের কারণে রবিবার রাত থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত হাওড়া এবং শিয়ালদহ লাইনের একাধিক ট্রেন বাতিল ছিল। সপ্তাহের প্রথম দিনেই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছিল যাত্রীদের। রাতভর ঝড় বৃষ্টির কারণে অনেকেই বাড়ি ফিরতে পারেননি। স্টেশনেই রাত কাটাতে হয়েছিল অনেক যাত্রীকে।

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেও ঠিক সময়ে অনেকেই অফিসে পৌঁছতে পারেননি। সকাল ৯টার পরে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছিল তার জেরে চরম দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। তার পরের দিন আবার হাওড়া শাখায় লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় দ্বিতীয় দিনেও দুর্ভোগে পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। যদিও যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনটিকে ঠিক করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *