বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক রবিবার কোলকাতা ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জীবন সাহারা উদ্যোগে আয়োজন করা হয় একটি জন সংযোগ অনুষ্ঠান।
তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রার্থী এর আগেও ৫৭ নম্বর ওয়ার্ডে প্রচারে এসেছিলেন। রবিবার আবার তিনি এসে জন সংযোগ করলেন। প্রাকৃতিক প্রতিকূলটার মধ্যেও আজকে প্রচুর মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে আলাপ করেন। এলাকার প্রচুর মানুষ এসে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কর্মরদন করেন। কথা বলেন। প্রার্থীর উপর বর্ষিত হয় পুষ্প বৃষ্টি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফুলের মালা ও ফুলের মুকুট পরিয়ে অভিবাদন জানানো হয়। আজকে অনুষ্ঠানে প্রচুর মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন। অনেকেই নতুন পোশাক পরে প্রার্থীকে স্বাগত জানান।
কাউন্সিলার জীবন সাহা জানান, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই মানুষ। তাই বিরোধী দলের হয়ে কে দাঁড়ালো সেটা কোনো বিষয় নয়। ৪ তারিখ প্রমাণ হবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবেন। প্রত্যেকে তাদের মতো প্রচার করুন, কিন্তু শেষ হাসি হাসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।