বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দক্ষিণ বঙ্গের কাছে এখন ‘মে মাস আতঙ্ক ‘ যেন প্রবাদে পরিনত হচ্ছে। আয়লা ও অম্ফানের পরে এবার ‘রেমাল’, আর সেই মে মাসের শেষ সপ্তাহ।

মৌসিম ভবন সূত্রের খবর রবিবার রাতেই আঘাত হানবে রেমাল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বাংলাদেশের মংলার কাছাকাছি আজ, রবিবার মাঝরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। মংলা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে এর ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০, সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ রেলের তরফে জানানো হয়েছে, ‘রেমাল’-এর কারণে শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত-হাসনাবাদ বিভাগে রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা।

রেল দপ্তর বিজ্ঞাপ্তি দিয়ে জানিয়েছে, রেমালের জন্য বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। তার মধ্যে রয়েছে লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। সোমবার বাতিল করা হচ্ছে একাধিক লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ/বারাসত-হাসনাবাদ লোকাল। বেশ কিছু ট্রেনের হাওড়া বিভাগেও একাধিক ট্রেন বাতিল হচ্ছে শনিবার থেকে। শনিবার একাধিক হাওড়া-ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। রবিবারও ওই লাইনে একাধিক ট্রেন বাতিল। পাশাপাশি, একাধিক হাওড়া-সিঙ্গুর-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *