বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা ভোটের মাঝে ধুন্ধুমার দাঁতনে। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হলেও বেলা বাড়তে না বাড়তেই দাঁতনে অশান্তি শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগে উত্তাল হয়ে ওঠে। লাঠি বাঁশ হাতে একে অপরের দিকে তেড়ে যান।

এই ধুন্ধুমার পরিস্থিতি যখন তৈরি হয়েছে দাঁতনে তখন এলাকায় কোনও বাহিনীকে দেখা যায়নি। সংঘর্ষে দুইপক্ষের মোট ৭ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘক্ষণ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও এলাকা থমথমে হয়ে রয়েছে।

সকাল থেকে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বিজেপি প্রার্থীরা কেন্দ্রীয় বািহনীর নিষ্ক্রয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন। একাধিক জায়গায় কোথাও কোনও কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থীরা। কেন্দ্রীয় বাহিনী ষষ্ঠদফার ভোটে নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

কেন্দ্রীয় বাহিনী না থাকায় কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভ চরম আকার নিয়েছিল। বিজেপি প্রার্থী হিরণের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। প্রতিবারের ভোটের মতো এবারও মেদিনীপুর জেলার কেশপুর ভোটের দিনে সেই অশান্তির গড়েই পরিণত হয়েছিল। বিজেপি প্রার্থী হিরণের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *