বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। পরে রেস্ট্রি। বাড়িতে তুলতে অস্বীকার যুবতীকে। প্রতিবাদ করলে মারধোর। অপমানে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবতীর। অভিযোগ প্রেমিক তথা স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানালেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
অভিযোগ প্রত্যাহার করার জন্য ওই যুবতীর পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা এমনই অভিযোগ নির্যাতিতার যুবতীর পরিবারের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও একদিন রেখেই ছেড়ে দেওয়া হয়। আর্থিক সামর্থ না থাকলেও বাধ্য হয়ে একটি বেসরকারি নার্সিংহোমে এই যুবতীর চিকিৎসা করাছে তার পরিবার। তার অবস্থা আশঙ্কাজনক। মালদার ইংরেজ পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ইংরেজ বাজার থানায় অভিযোগ জানানো হলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ।
যুবতীর বাবা জানিয়েছেন, তার মেয়ের সাথে যুবকের সম্পর্ক ছিল। পরে তারা রেস্ট্রিও করে। কিন্তু তারা গরিব হয় মেয়েকে বাড়িতে তুলছে না ওই যুবক এ নিয়ে মেয়ে প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয়। বাধ্য হয়ে তার মেয়ে অ্যাসিড আত্মহত্যার চেষ্টা করে। এই অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একদিন যেতেই তাকে ছেড়ে দেওয়া হয়। তার আত্মিক সামর্থ্য নেই কোন রকমেই শহরের একটি বেসরকারি নার্সিংহোমে তার মেয়ের চিকিৎসা করাচ্ছে। তার মেয়ের অবস্থা আশংকা জনক। থানায় অভিযোগ জানানোর কোন ব্যবস্থা নিচ্ছে না ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্তরা তাদেরকে অভিযোগ প্রত্যাহার করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে লাগাতার। আপনি কি ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত ও তার পরিবার।
এই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক তরজা, বিজেপির দাবি অভিযুক্ত ব্যক্তি শাসক দলের ঘনিষ্ঠ আর এই কারণেই ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি।
ঘটনা সত্যতা স্বীকার করে নিলেও, অভিযুক্তরা তৃণমূল কংগ্রেসের নয় তারা বিজেপি ঘনিষ্ঠ এমনটাই দাবি ইংলিশবাজার পৌরসভা ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহার।