বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আবার সেই মে মাস! স্মরণ করিয়ে দিচ্ছে আয়লা ও আম্ফান কে! এবার ধেয়ে আসছে রেমাল।

নানা কারণে মে মাসে বার বার ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরী হচ্ছে বঙ্গোপসাগরে। আর তার পরিণামে আমরা ভয়াবহ আয়লা ও আম্ফান দেখেছি। এবার কি তেমন শক্তি নিয়েই আসছে রেমাল? আবহাওয়া অফিস তো তেমনই ইঙ্গিত দিচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, ঘূর্ণিঝড় রেমালের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সাগরে। শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র। বৃহস্পতিবার মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, “বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । তাই বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।” শঙ্কিত সকলেই। আয়লা ও আম্ফানে ধ্বংস স্তুপে পরিনত হয়েছিল বিস্তীর্ণ দক্ষিণবঙ্গ।

আবহাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর তো বটেই, চলতি মাসে আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ২২ মে নাগাদ আরব সাগর এবং ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ, নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে, তার মধ্যে প্রায় সব শর্তই বিরাজমান রয়েছে। ফলে আর কয়েক দিনের মধ্যে একটা ভয়ঙ্কর আবস্থা তৈরী হতে চলেছে বলাই অনেকে মনে করছেন।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে, যা চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি এখন শক্তি সঞ্চার করছে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি সোজা উত্তর দিকে শক্তি বৃদ্ধি করবে। ২৪ মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ২৫ মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে। সরকারের পক্ষ থেকে ইতমধ্যে সর্বস্তরে সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর মধ্যে আবার ১ তারিখ একাধিক জায়গায় ভোট আছে। চিন্তিত সব মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *