বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সবাইকে চমকে দিয়েছিলেন উদয়শঙ্কর পাল। তারপর থেকে তিনি একে একে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বুঝিয়ে দেন, তাঁর অভিনয় দক্ষত কত গভীর। দীর্ঘদিন তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।
সপ্তাহ তিনেক আগে তাঁর অবস্থার বাড়াবাড়ি হয়। এদিন সন্ধ্যায় তিনি অমৃতলোকে পাড়ি দেন। সন্ধ্যা ৬.১৫ নাগাদ চলে যান তিনি। এদিন রাতে অনীক দত্ত তাঁর মৃত্যুর খবর জানান সোশ্যাল মিডিয়ায়। ভূতের ভবিষ্যতের পরিচালক লেখেন, ‘আমার প্রথম ছবি থেকে শুরু করে প্রায় সব ছবিতেই উনি ছিলেন। কেবল শেষ ছবি ছাড়া যেটা এখনও ডাব করা হয়নি। আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ক্যানসারের সঙ্গে এই লড়াই হেরে গেলাম আমরা।’ কিছু দিন আগেই অনীক দত্ত আর্থিক সহযোগিতায় জন্য আবেদন করেন।
পরিচালক অভিজিৎ পালও নিশ্চিত করেছেন উদয় শঙ্কর পালের মৃত্যুর খবর। তিনি এদিন সাক্ষাৎকারে জানান, ‘আজ ৬.১৫ নাগাদ উনি চলে গেলেন। চিকিৎসা চলছিল। দীর্ঘদিনের একটা লড়াই আমরা লড়েছি। সন্দীপ রায়, অনীক দত্ত, লগ্নজিতা, দেবলীনা দত্ত, সহ অনেকেই পাশে ছিলেন। এছাড়াও বহু মানুষ আমাদের ফেসবুক থেকে পোস্ট দেখে যে যেমন পেরেছেন সাহায্য করেছেন।’ তিনি আরও জানান ২০ মে রাতেই তাঁর শেষকৃত্য হবে। সকলের মধ্যেই গভীর শোকের ছায়া নেমে এসেছে।