বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেকেআর কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে।পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই চলতি আইপিএলে প্লে-অফে জায়গা করে নিয়েছে কেকেআর। ১ নম্বরে থাকায় ফাইনালের উঠার পথে দুটি সুযোগ পাবে নাইটরা। কিন্তু কেকেআর দ্বিতীয কোনও সুযোগ নিতে রাজী নয়। মঙ্গলবারই ফাইনালের টিকিট কনফার্ম করে নিতে চাইছে শ্রেয়স ব্রিগেড।

দলকে তাতাতে সোমবার রাতেই আহমেদাবাদ পৌঁছে গিয়েছেন শাহরুখ খান। গ্রুপ পর্বের ম্যাচগুলিতে দেখা গিয়েছে ম্যাচের সময় সরাসরি মাঠে যেতে কিং খানকে। কিন্তু প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারের ম্যাচের একদিন আগেই নাইটদের ডেরায় পৌঁছে গেলেন বাদশা। অবশ্যই বড় ম্যাচের আগে শাহরুখের ভোকাল টনিক নাইট ক্রিকেটারদের জন্য থাকবে। শাহরুখের সঙ্গে আছেন পুত্র আব্রামও।

টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগেই শাহরুখ ফিরিয়ে আনেন নাইটদের সফল সেনাপতি গৌতম গম্ভীরকে। কর্ণধার নিজে কথা বলে গৌতম গম্ভীরকে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে কেকেআরের মেন্টর হিসাবে দায়িত্ব নিতে রাজি করান। গম্ভীরের আগমনে যেন বদলে গিয়েছে নাইটরা। এবার চ্যাম্পিয়নের মতোই খেলছে কেকেআর। দায়িত্ব নিয়ে নাইটদের দল, মানসিকতার খোলনলচে বদলে দিয়েছেন গৌতি। যার নেপথ্যে রয়েছে শাহরুখের মাস্টারমাইন্ড।
হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলার আগে বায়ার্ন মিউনিখ থেকে এল নাইটদের জন্য শুভেচ্ছা বার্তা। জার্মান দলটির ফুটবলার তথা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন একটি ভিডিও বার্তায় কেকেআরকে শুভেচ্ছা জানিয়েছেন।

গ্রুপ পর্বে শীর্ষে থেকেই শেষ করেছে কেকেআর ফলে প্রথম কোয়ালিফায়ারে খেলবে তারা। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই শেষ করল কেকেআর।তবে একইসঙ্গে আইপিএলের ইতিহাসে একটি রেকর্ডও গড়েছে কেকেআর দল। প্লাস ১.৪২৮ রানরেট নিয়ে এবারের লিগ অভিযান শেষ করেছে কেকেআর। আইপিএলের ইতিহাসে এটাই একটা সর্বোচ্চ রানরেট।

মোট ১৩টি আইপিএল প্লে-অফের ম্যাচ খেলেছে কেকেআর, এরমধ্যে ৮টি খেলায় জয় পেয়েছে বাকি ৫ ম্যাচে হারতে হয়েছে।তবে এই ম্যাচ খেলার আগে বেশ কিছু চিন্তা থাকছে কেকেআর শিবিরে। লিগ পর্বে কেকেআরের শেষ দু’টি ম্যাচে বৃষ্টির জন্য এক বলও খেলা হয়নি। গত ১১ মে ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর আর খেলেননি শ্রেয়সেরা।

এত দিন না খেলা ক্রিকেটারদের ফর্মে প্রভাব ফেলতে পারে। সুনীল নারিন এবং ফিল সল্টের জুটি এ বার অধিকাংশ ম্যাচে কেকেআরের ইনিংসকে প্রথমেই শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু সল্টকে আর পাবে না কেকেআর। ফলে নতুন ওপেনিং জুটি নিয়ে খেলতে নামতে হবে নাইটদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *