বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কথায় বলে,’ঠেলার নাম বাবাজি’। ভোট যে বড়ো বালাই তা এখনো বাংলার মাঠ-ঘাট প্রমাণ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না হয় ঘরের মেয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুদূর দিল্লি থেকে বার বার ছুটে আসছেন বাংলায়। মমতাও সেই দার্জিলিং থেকে শুরু করে চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন ।

আর আজকে মোদী ও মমতা দুজনেই লাল মাটির দেশ বাঁকুড়ায়। একই দিনে বাঁকুড়ায় দু’টি ভিন্ন কর্মসূচিতে জেলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ২টো ১৫ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছাবেন বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত ওন্দার নিকুঞ্জপুর হাইস্কুল মাঠে। সেখানে সভা করবেন তিনি। অন্যদিকে এদিন বিকেল চারটায় বাঁকুড়া শহরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার কলেজ মোড় থেকে লালবাজার পর্যন্ত তিনি পদযাত্রা করবেন।

এই দুই কর্মসূচীকে ঘিরেই সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতা দুই শিবিরের। পুলিশ ব্যস্ত নিরাপত্তার দেখার জন্য। প্রসঙ্গত, এবারে লোকসভা ভোটের প্রচারটা কৃষ্ণনগর থেকে শুরু করেছিলেন দু’জনেই। মোদী যেমন প্রচারে ঝড় তুলেছিলেন অমৃতা রায়ের সমর্থনে, তেমনই মমতা ঝাঁপিয়েছিলেন মহুয়া মৈত্রর সমর্থনে। সেজে উঠেছে বাঁকুড়া। দুই শিবিরই চূড়ান্ত তৎপর। এদিকে ষষ্ঠ দফায় বিষ্ণুপুর, পুরুলিয়ার সঙ্গে বাঁকুড়ায় রয়েছে ভোট। সে কারণেই এবারর এই জেলাকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক দল। এখন দেখার দুই প্রধান কোন বার্তা দেন মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *