বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর (PoK)। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) নির্বাচিত হওয়ার ছয়মাসের মধ্যেই তা ঘটবে। চাঞ্চল্যকর দাবি করলেন যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister)। লোকসভা নির্বাচনের আগামী কয়েক দফা বাকি রয়েছে।


ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর এর মধ্যেই মহারাষ্ট্রের পালঘরে প্রচারে যান যোগী। আর সেখানেই পাক অধিকৃত কাশ্মীর (Pakistan-occupied Kashmir) নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন। এই প্রসঙ্গে যোগী আরও বলেন, পাকিস্তানে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালানোর ক্ষমতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। হামলায় একের পর এক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে।

এমনকি ব্রিটেনের এক বড় সংবাদমাধ্যমের খবরকে হাতিয়ার করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত তিন বছরে পাকিস্তানের যত অপরাধী ছিল এক এক করে খতম করা হয়েছে। এর পিছনে ভারতীয় এজেন্সির হাত রয়েছে বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে বলে দাবি যোগীর।

কার্যত পাকিস্তানকে হুশিয়ারিইই দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, আমরা কখনই আমাদের শত্রুদের পুজো করব না। ওরা আমাদের মারবে আর পুজো করব, যে ভাষায় বোঝে কার্যত সেই ভাষায় জবাব দেওয়ার কথা বলেন। আর তা বলতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গে তোলেন যোগী।

বলেন, এখন তো পাক অধিকৃত কাশ্মীরকে বাঁচানো মুসকিল হচ্ছে। নির্বাচনের পর নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)ও ভারতের অংশ হবে। আর তা হবে ছয়মাসের মধ্যেই। তাৎপর্যপূর্ণ মন্তব্য যোগীর। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসকেও আক্রমণ শানান।

বলেন, কংগ্রেসের আমলে কি হয়েছে। একের পর এক জঙ্গি হামলা ঘটেছে। জঙ্গিরা সীমা পার করছে বলত মানুষ। আমাদের মিসাইল কখন কাজে আসবে ভারতের? তোপ বিজেপি নেতার। বলে রাখা প্রয়োজন, স্বাধীনতা চেয়ে উত্তাল পাক অধিক্রিত কাশ্মীর। তা সামলে হিমশিম খেতে হচ্ছে পাক প্রশাসনকে।

এই প্রসঙ্গ তুলে গত কয়েকদিন আগে কংগ্রেসকে আক্রমণ শানান অমিত শাহ। ৩৭০ ধারা রদের পর এখনকার কাশ্মীরের অবস্থা তুলেও ধরেন। এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য যোগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *