বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আলিয়া, কিয়ারাতে আর মন নেই বলিউডের। এবার নতুন মুখ চলে এসেছে। কিয়ারার মতো সুন্দরী নায়িকাকেও টেক্কা দিচ্ছেন তৃপ্তি। অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমিরিকে নিয়ে হইহই শুরু হয়ে গিয়েছে বলিউডে। এবার তাঁকে ভুলভুলাইয়া-৩-তে দেখা যাবে।
কার্তিক আরিয়ানের বিপরীতে কিয়ারার জায়গায় দেখা যাবে তৃপ্তি দিমিরিকে। যাকে নিয়ে সোশ্যাল মিিডয়ায় হইহই চলছে। অ্যানিম্যাল ছবিতে রণবীর কাপুরের সঙ্গে খোলামেলা দৃশ্যে অভিনয় করে চমকে দিয়েছিলেন তৃপ্তি। তারপরেই সকলের মুখে মুখে ঘুরছে তৃপ্তির নাম। অ্যানিম্যাল ছবিতে রশ্মিকার থেকেও বেশি জনপ্রিয়তা পেয়েছেন তৃপ্তি। রাতারাতি কয়েক মিলিয়নে পৌঁছে গিয়েছিল ইনস্টাগ্রামে তৃপ্তির ফলোয়ার।
একের পর এক ছবি আসতে শুরু করেছে তৃপ্তির ঝুলিতে। একটি ছবি করেই স্ট্রাগলিং শেষ করে ফেলেছেন তৃপ্তি। ভিকি কৌশলের সঙ্গে ছবি করছেন তিনি। এবার ভুলভুলাইয়া-৩-তেও কার্তিক আরিয়ানের বিপরীতে তাঁকে পছন্দ করেছেন পরিচালক এমনই শোনা যাচ্ছিল। এর আগে ভুলভুলাইয়া-২েয় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা গিয়েছিল কিয়ারা আদবানিকে। এবার তাঁর জায়গা নিয়েছেন তৃপ্তি।
ভুলভুলায়া-৩ তে এবার একের পর এক চমক রয়েছে। যেমন ফের বিদ্যা বালানকে দেখা যাবে এই ছবিতে। একেবারে প্রথমের ভুলভুলাইয়াতে ছিলেন বিদ্যা। ফের মঞ্জুলিকার ভূমিকায় ফিরছেন তিনি। সেই সঙ্গে দেখা যাবে মাধুরী দিক্ষিতকেও। মাধুরীকে নাকি ভুতের চরিত্রে দেখা যাবে। কার্তিক আরিয়ান হঠাৎ করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। একটিতে কিয়ারার সঙ্গে তাঁর ছবি রয়েছে আরেকটিতে তৃপ্তি দিমিরির ছবি রয়েছে।