বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বৃহস্পতিবার কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সভা ছিল। সবাই তাকিয়ে ছেলেন সেই সভার দিকে। তার আগে তিনি তিন কিমি রোড শো করেন। সভায় উঠেই তিনি আক্রমনাত্মক শুভেন্দু ও অধিকারী পরিবারের বিরুদ্ধে।

গত কয়েকদিন ধরেই তিনি শুভেন্দু, অর্জুন সিং – এদের বিরুদ্ধে ‘গদ্দার’ শব্দটা এতবার ব্যবহার করেছেন যে শব্দটা হয়তো এবার পুরোপুরি বাংলা অভিধানে ঢুকে যাবে। আর সেই শব্দের কাঁটা ছেঁড়া করলেন মমতা কাঁথি থেকে। মুখ্যমন্ত্রী বলেন,  “যখন শিক্ষকদের চাকরি গেল, তার আগেই বাবুমশাই বললেন, বোমা ফাটাব। তারপরই ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি ছাঁটাই। আমি ওই ছেলেমেয়েগুলোর পাশে রয়েছি। আজ আমি খুশি।” কিন্তু প্রশ্ন, মুখ্যমন্ত্রীর অভিযোগ যদি সত্যি হয় তাহলে কেন তিনি তা আগে আটকান নি? এই প্রশ্ন এর উত্তর অবশ্য কারো কাছে নেই।

প্রকাশ্য সভায় মমতা বলেন, “এই ২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন, তাঁরা যদি একবার বলে দেন। মেদিনীপুরে কিন্তু সংখ্যাটা বেশি। কিচ্ছু না চুপচাপ আমাকে বলে দেবেন, আমি আপনাদের কারোর ক্ষতি করতে দেব না। আপনাদের জেলায় চাকরিখেকো বাঘ রয়েছে।” উপর দিকে থুথু ছুড়লে তা কিন্তু নিজের মুখেই পড়ে। কারণ তখন শুভেন্দু ছিলেন তৃণমূলের অবিসংবাদিত নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *