বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চার তারিখ ফল বেরানোর পর মিষ্টি খাওয়াবেন। এমনই কথা দিয়েছেন তিনি। কলকাতায় ফিরেও ফুরফুরে মেজাজে। বুধবার সকালে ইকো পার্কে গিয়ে ক্রিকেট খেললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী।
অতীতে বর্ধমান দুর্গাপুরে এত ভালো ভোট হয়নি। তিনি তৃণমূল কংগ্রেসকে রুখে দিয়েছেন। সেই কারণে তৃণমূল এবার কোনও ঝামেলা করতে পারেনি। এমনই দাবি করলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, তিনি ওই কেন্দ্র থেকে জিতছেন। এমনই প্রত্যাশা এদিনও তাঁর বক্তব্যে।
বুধবার সকালে রাজারহাট ইকো পার্কে প্রাত:ভবনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তিনি অন্যদের সঙ্গে ক্রিকেট খেললেন বেশ কিছু সময়। বল করলেন। ব্যাটও করলেন। দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মাটি কামড়ে প্রচার করেছেন। তিনি একা হাতে ভোট সামলেছেন। এবার কিছুটা বিশ্রামের পালা। তবে চোখে মুখে ক্লান্তির লেশ পর্যন্ত নেই দিলীপ ঘোষের।
তৃণমূলের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে শান্তিপূর্ণ ভোট হয়ে আসছে। ২০১১ সালেও এত ভালো ভোট হয়নি। এমনই দাবি করলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করলেন তিনি।
” আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে, তত আপনার ভোট কমছে। তৃণমূল বা ইন্ডিয়া জোটের কোনও চান্স নেই ১৫০ পার হয়।” খোঁচা দিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী এবার ইভিএম নিয়ে পড়েছেন। “কেউ বাঁচাতে পারবে না। ভগবানও এবার ওদের বাঁচাতে পারবে না।” খোঁচা দিলীপের।
” বোকা বানানোর চেষ্টা আগেও করা হয়েছিল। এক ডজন সিট কমেছিল আগে। আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি। পার্টি বলে কিছু থাকবে না। দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে। ” ঝাঁঝালো মন্তব্য করলেন দিলীপ ঘোষ।
খুবই ভালো ভোট হচ্ছে বাংলায়। মানুষ নিজের ভোট দিতে পারছেন। দাবি করলেন বিজেপি নেতা।