বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আইপিএলের প্লে-অফ পর্বে ইংল্যান্ড ক্রিকেটারদের খেলা নিয়ে জল্পনা টা ছি‌লই। সোমবারই রাজস্থান শিবির ছেড়েছিলেন জস বাটলার। ফলে বাকি ইংল্যান্ড ক্রিকেটারদের( যারা টি২০ বিশ্বকাপে ইং‌ল্যান্ড দলে আছে) আইপিএলের বাকি অংশ খেলার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে কেকেআরক দলের ফিল সল্টকে নিয়ে কারণ এই ইংরেজ ক্রিকেটার বিশ্বকাপের স্কোয়াডের সদস্য।

অবশেষে সেই জল্পনাই সত্যি হল। প্লে-অফ পর্ব তো দূরের কথা আইপিএলের গ্রুপ লি্গের শেষ ম্যাচের আগেই কেকেআর শিবির ছাড়লেন ইং‌ল্যান্ডের তারকা ক্রিকেটার। ফি‌ল সল্ট মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে কেকেআর শিবির ছাড়ার কথা ঘোষণা করেছেন। এবারের আইপিএলে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছেন সল্ট, চারটি অর্ধশতরান আছে তাঁর। ওপেনিংয়ে নারিনের সঙ্গে নেমে বেশির ভাগ ম্যাচেই দলকে নির্ভরতা নিয়েছে। ফলে প্লে-অফ পর্বে সল্ট না পাওয়াটা বড় ধাক্কা হতে পারে কেকেআরের জন্য।

সল্টের ইনস্টাগ্রাম পোস্টে বরুণ চক্রবর্তী লিখেছেন, হে সল্ট, আমরা তোমাকে মিস করব চ্যাম্প। আগামী খেলা গুলির জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারও সল্টকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেকেআরের পক্ষ থেকে সরকারিভাবে এখনও বিষয়টি নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সল্টের পরিবর্তে গুরবাজকে খেলাতে পারে নাইটরা।
সোমবার জস বাটলারের পর মঙ্গলবার ফিল সল্ট। একের পর এক ইংল্যান্ড ক্রিকেটার আইপিএল ছাড়ছেন। কিন্তু কারণটা কী? আসলে টি২০ বিশ্বকাপের প্রস্তুতিতে জোর দিচ্ছে ইংল্যান্ড। অন্য দেশগুলি তাদের ক্রিকেটারদের পুরো আইপিএল খেলার অনুমতি দিলেও ইসিবি তা দেয়নি।

ক্রিকেটারদের বিশ্বকাপের আগে ইংল্যান্ড টি২০ সিরিজ খেলবে পাকিস্তানের সঙ্গে। আগামী ২২ মে হেডিংলেতে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। সেই ম্য়াচের আগে লিডসে ক্যাম্প হবে। সেখানেই সব ক্রিকেটাররা একসঙ্গে মিলিত হবেন।

আগামী ১ জুন থেকে টি২০ বিশ্বকাপ শুরু হতে চলেছে। তার আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন প্রত্যেক ক্রিকেটার।২২ মে থেকে চারটি টি-২০ ম্যাচের প্রস্তুতি সিরিজ় খেলার কথা রয়েছে ইংল্যান্ড এবং পাকিস্তানের। বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক এই দলটিই ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামবে। বিশ্বকাপের স্কোয়াডে থাকা সব সদস্যকে এই সিরিজের আগে আইপিএল থেকে ফিরে আসার কথা বলা হয়েছে।

বাটলার, সল্টের মতোই মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম কারান ও ফিল সল্ট এই ক্রিকেটাররাও টি২০ বিশ্বকাপের ইংল্যান্ডের স্কোয়াডে রয়েছেন। সূত্রের খবর, তাঁরাও চলতি সপ্তাহের মধ্যেই হয়ত দেশে ফিরতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *