বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রবিবার পটনায় রোড শোয়ের পরে সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের গুরুদুয়ারা পাটনা সাহিব পরিদর্শন করেন।

সেখানে তিনি লঙ্গর পরিবেশনে অংশ নেন। লঙ্গর পরিবেশনের সময় তিনি কমলা রঙের পাগড়ি পরে ছিলেন। প্রধানমন্ত্রীকে এই বেশে দেখে আপ্লুত সবাই।

সোমবার সকালে এই কর্মসূচির পরে প্রধানমন্ত্রী যান হাজিপুরে, সেখানে দলীয় প্রার্থীর জন্য হওয়া প্রচার সভায় অংশ নেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী সোমবার মুজফফরপুর এবং সারানেও এনডিএ মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন হচ্ছে সোমবার। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। তারই মধ্যে এদিন সকালে পটনা সাহিবে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরে খুশি পটনা সাহিবের বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদ।

মাথায় কমলা পাগড়ি ছাড়াও প্রধানমন্ত্রী সাদা কুর্তার ওপরে ধূসর জওহর কোট পরেছিলেন। প্রধানমন্ত্রী প্রথমে প্রার্থনা করার পরে লঙ্গর সেবায় হাত লাগান। গুরুদ্বারে আসা ভক্তদের খাবার পরিবেশন করেন তিনি।

তখত শ্রী পাটনা সাহিব, তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিব নামেও পরিচিত। এটি বিহারের রাজধানী পটনায় শিখদের পাঁচটি তখতের মধ্যে একটি। গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থানকে চিহ্নিত করতে ১৮ শতকে মহারাজা রঞ্জিত সিং এই তখত তৈরির কাজ শুরু করেন।

দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং ১৬৬৬ সালে পটনায় জন্মগ্রহণ করেন। আনন্দপুর সাহিবে যাওয়ার আগে তিনি তাঁর প্রথম বছরগুলি এই পাটনা সাহিবেই কাটিয়েছিলেন।

তার আগে প্রধানমন্ত্রী পটনায় রোড শোয়ের ভিডিও শেয়ার করেন। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন পটনা সবসময় বিজেপিকে সমর্থন করে এসেছে। আগামী দিনেও এই ট্রেন্ড বজায় থাকবে বলে আশ্ প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *