বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আইপিএলে শেষ হোম ম্যাচেও জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুইয়ে দুই করে প্লে-অফ পাকা করল কেকেআর।

১২ ম্যাচে ১৮ পয়েন্টে পৌঁছে গেল শ্রেয়স আইয়ারের দল। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে নাইটদের জয় এলো ১৮ রানে।

খেলা শুরুর আগে বৃষ্টির জেরে ১৬ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২১ বলে সর্বাধিক ৪২ রান করেন ভেঙ্কটেশ আইয়ার।

চোট সারিয়ে দলে ফিরেই ২৩ বলে ৩৩ করেন নীতীশ রানা। আন্দ্রে রাসেল খেলেন ১৪ বলে ২৪ রানের ইনিংস। ওপেনার ফিল সল্ট ৬ রান করে আউট হন। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন সুনীল নারিন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০ বলে সাত রানের বেশি করতে পারেননি। রিঙ্কু সিং করেন ১২ বলে ২০।

রামনদীপ সিং ৮ বলে ১৭ ও মিচেল স্টার্ক ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। পীযূষ চাওলা ৩ ওভারে ২৮ রানে নেন ২ উইকেট। জসপ্রীত বুমরাহ ২ উইকেট দখল করেন ৪ ওভারে ৩৯ রান দিয়ে। নুয়ান তুষারা ও আনশুল কম্বোজ ১টি করে উইকেট দখল করেন।

মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি শুরুটা ভালোই করেছিল। ওপেনিং জুটি ভাঙে ৬.৫ ওভারে ৬৫ রানে। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২২ বলে ৪০ করেন ঈশান কিষাণ। কেকেআরকে ম্যাচে ফেরান সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। রোহিত শর্মা ২৪ বলে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

ঈশানকে নারিন এবং রোহিতকে বরুণ আউট করেন। বিপজ্জনক সূর্যকুমার যাদবের উইকেটটি তুলে নেন আন্দ্রে রাসেল। সূর্য ১৪ বলে ১১ রান করেন। হার্দিক ৪ বলে ২ রান করে বরুণ চক্রবর্তীর শিকার। ৩ বলে কোনও রান না করে আন্দ্রে রাসেলের দ্বিতীয় শিকার টিম ডেভিড।

নেহাল ওয়াধেরা তিন রান করে রান আউট হন। এরপর নমন ধীর নেমে ঝোড়ো ইনিংস খেলায় শেষ ওভারে মুম্বইয়ের জিততে দরকার ছিল ২২। ষোড়শ ওভারের প্রথম বলেই নমনকে ফেরান হর্ষিত রানা। নমন ৬ বলে ১৭ রান করেন। এই ওভারের তৃতীয় বলেই তিলক বর্মাকে (১৭ বলে ৩২) ফেরান হর্ষিত।

মুম্বই ইন্ডিয়ান্স শেষ অবধি ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানে পৌঁছয়। আনশুল কম্বোজ ২ ও পীযূষ চাওলা ১ রানে অপরাজিত থাকেন। হর্ষিত রানা ৩ ওভারে ৩৪, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৭ ও আন্দ্রে রাসেল ৩ ওভারে ৩৪ রানে ২টি করে উইকেট নেন। চলতি আইপিএলে প্রথম দল হিসেবে শীর্ষে থেকেই প্লে-অফ পাকা করল কেকেআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *