বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আর মাতৃদিবস। প্রধানমন্ত্রীর আজ বাংলায় চারটে সভা করছেন। বারাকপুরের সভা থেকে বেরিয়ে তিনি যান চুঁচুড়ায়।

সেই সভায় মায়ের সঙ্গে নিজের দু’টি ছবি দেখে খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন পিএম। আজ সকালে প্রথমে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় সভা করেন তিনি। এরপর চলে আসেন চুঁচুড়া (Chinsurah)। এখানে পদ্ম প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে একটি জনসভা করেন প্রধানমন্ত্রী। সেই জনসভাতেই প্রধানমন্ত্রী এবং তাঁর মায়ের হাতে আঁকা দু’টি ছবি হাতে দাঁড়িয়ে ছিলেন দুই যুবক। বিষয়টি চোখে পড়ে মোদীর। তিনি তার কাছ থেকে ছবি দুটি চেয়ে নেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে দুই কোণায় দুই সজ্জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা ছবি এঁকে নিয়ে এসেছেন। অনেকক্ষণ ধরে দেখছি ওনারা হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন। আপনাদের হাতে যন্ত্রণা হবে। তবে আপনারা এত ভালোবেসে নিয়ে এসেছেন, আর তাও আবার আমার মায়ের ছবি এঁকে নিয়ে এসেছেন’। মোদী বলেন, ‘পশ্চিমী দুনিয়ায় আজ মাতৃ দিবস উদযাপিত হচ্ছে। কিন্তু আমরা ভারতবাসীরা ৩৬৫ দিন মা, দুর্গা মা, কালী মা এবং ভারত মায়ের পুজো করি’। প্রধানমন্ত্রী এরপর ওই হাতে আঁকা দু’টি ছবি চেয়ে নেন। সেই সঙ্গেই ওই দু’টি ছবি নিয়ে আসা যুবককে বলেন, ছবির পিছনে তাঁদের নাম, ঠিকানা লিখে দিতে। তিনি বলেন, আপনারা দু’জন আমার মায়ের ছবি বানিয়ে নিয়ে এসেছেন। আপনাদের অশেষ ধন্যবাদ। মুহূর্তে সমস্ত সভায় নেমে আসে এক অফুরান আবেগ। প্রধানমন্ত্রীর চোখ তখন ভেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *