বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ছয়মাস ধরে একেবারেই বিক্রি নেই,উলটে ষ্টাফেদের মায়না প্রায় বন্ধ করে দেবার মত অবস্থা শিলিগুড়ির সাধারন হোটেলগুলির।
শিলিগুড়ি শহরের হিলকার্ড রোড,বিধান মার্কেট এবং সেবক রোডে সবমিলিয়ে প্রায় তিনশো সাধারন হোটেল আছে,যাদের একমাত্র ভরসা বহিরাগতরা,স্থানীয় মানুষ নয়,তাদের হোটেল ব্যাবসা প্রায় বন্ধ হয়ে যাবার পথে,শিলিগুড়ির বিধান মার্কেটের জনপ্রিয় হোটেল “ডিষ্কো হোটেল”যাদের আগে ছিল প্রায় একহাজার খদ্দের,এখন দেড়শো জনও আসেন না বলে জানিয়েছে তারা,সাধারন মানুষ এখন ঘর থেকে ভাত খেয়ে আবার রাতে বাড়িতে গিয়ে ভাত খায়,আমাদের হোটেল এখন ব্রাত্য,করবেও বা কি চাকরি নেই,ব্যাবসা নেই উলটে পরিবারের চাপ,তাই আমাদের এখন শোচনীয় অবস্থা।যেভাবে জিনিসের দাম বাড়ছে,সেই অনুপাতে খাবারের দাম নিলে সারাদিনে একজনও খরিদদার আসবে না,আমরা জানিই না কি হবে,রাতে বেশীরভাগ মানুষ রুটি নিয়ে চলে যায়,ভাত পড়ে থাকে।আমাদের এখন ভাবতে হবে আর কতদিন হোটেল চালাতে পারবো।শিলিগুড়ির কয়েকটি হোটেল ছাড়া এখন সব হোটেলগুলির দুর্দশা চরমে, অবস্থা এমন জায়গায় পৌছে গেছে আগামী কয়েকমাস পড়ে হয়ত সাধারন মানুষ বাইরে থেকে এসে হোটেল খুজবেন পাবেন না,জানালেন শিলিগুড়ির একটি বিখ্যাত হোটেল মালিক সন্দিপ রায়,তিনি জানালেন এখন যা অবস্থা হোটেল আর নতুন করে কেউ খুলবেন না,আর যাদের আছে তারা হোটেল বন্ধ করতে চাইবেন,সেই দিন আর বেশী দুরে নেই।