বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অনেকদিন অসুস্থ থাকায় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন। এখন তিনি অনেকটাই সুস্থ। বরানগর বিধানসভার প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকার হয়ে তিনি ব্যাট ধরেছেন।

প্রসঙ্গত বরানগর উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ বেশ কিছুদিনের ধরেই প্রচারের ময়দানে আছে। এক প্রচারে তিনি বলেছিলেন, ‘সায়ন্তিকা হোক আর অ্যাকোয়াটিকা, আমাদের কোনও আপত্তি নেই। আমাদের লড়াই শুধু দলনেত্রীর বিরুদ্ধে।’ তাঁর এই শব্দ ব্যবহারে নাগরিক মহল যথেষ্ট ক্ষুব্ধ। তবে সজল চালিয়ে গেছেন তাঁর প্রচার।

এবার মদন মিত্র এক হাত নিলেন সজল ঘোষকে। একই সঙ্গে মঞ্চ থেকে বিরোধীদের কার্যত হুঙ্কার দিলেন বিধায়ক। আগামী ১ জুন বরানগর উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। ওই কেন্দ্রেই তৃণমূল টিকিট দিয়েছে অভিনেত্রী সায়ন্তিকাকে। পুরোদমে প্রচার চালাচ্ছেন দুই প্রার্থীই। শুক্রবার প্রচার মঞ্চে হাজির হয়ে বিরোধীদের আক্রমণ করে মদন বলেন, “একটা ছোট্ট ফুটফুটে মেয়ে। তার নাম সায়ন্তিকা। তাকে বলছে সায়ন্তিকা না.. ও তো অ্যাকোয়াটিকা! আমি বলি, সায়ন্তিকা অ্যাকোয়াটিকা, ইকোপার্ক না নিকোপার্ক ওটা আমি ১ জুন তোমাদের বুঝিয়ে দেব।” তার পরেই বলেন, “তাজা হয়ে তৈরি থাকুন। ভোর ৬টার সময় নির্দেশ পেয়ে যাবেন, কী করতে হবে ভোটের দিন। কীভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য।” তিনি বুঝিয়ে দিলেন যে তিনি সেই মদন মিত্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *