বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড়, কোচ ও প্রশাসক অর্জুন মান্তু ঘোষের জীবনী নিয়ে গান ও কবিতা সম্বলিত ‘বিজয়িনী’ অ্যালবামের আবরণ উন্মোচন অনুষ্ঠান করলেন মেয়র গৌতম দেব।
আজ শিলিগুড়ির জার্নালিষ্ট Clubএ এই অ্যালবামের আবোরন উন্মোচন করে মেয়র গৌতম দেব জানালেন আমাদের শিলিগুড়ি হল টেবিল টেনিসের শহর। আর এই টেবিল টেনিসের শহরকে টেবিল টেনিসের শহর হিসাবে যারা পরিচিত করিয়েছেন তাদের মধ্যে মান্তুু অন্যতম। তাই ও যখন আরেকটি দিকে নিজেকে প্রতিষ্ঠা পেতে চলেছে মেয়র হিসাবে আমার কর্তব্য ওর পাশে দাড়ানো। তাই আজকে জার্নালিষ্ট club এ ওর নতুন সফরের সাক্ষী হলাম আমরা। অন্যদিকে মান্তুু জানান আমি খুব মন দিয়ে এই কাজটি করেছি আমি আশা করে আছি মানুষ আমাকে এই জায়গাতেও পাশে থাকবে। এদিন মান্তুুর সাথে ছিলেন তার স্বামী সুব্রত রায় এবং তার দুই বন্ধু। এছারাও উপস্থিত ছিলেন শিলিগুড়ির জুনিয়র টেবিল টেনিস খেলোয়ারেরা। পরে মান্তুু জানান আরো ভালোভাবে আমরা এই অ্যালবামটিকে নিয়ে ভাবব। তবে একটু সময় লাগবে বলে জানান তিনি।