বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একসঙ্গে sick leave-এ এয়ার ইন্ডিয়ার ৩০০ জন কর্মচারী! যার মধ্যে একাধিক অভিজ্ঞ কর্মচারীও রয়েছেন। আর এর ফলে এয়ার ইন্ডিয়ার অন্তত ৭৮ টি বিমান বাতিল করা হয়েছে। তালিকায় একাধিক জাতীয় এবং আন্তজাতিক বিমান রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এই এই ৭৮ টি বিমান বাতিল করা হয়েছে।

এর ফলে কার্যত মাথায় হাত যাত্রীদের। একের পর এক বিমান বন্দরে বাড়ছে যাত্রীদের ভিড় (Air India Express flights cancelled)। এমনকি ক্ষোভও তৈরি হচ্ছে মানুষের মধ্যে। কিন্তু একসঙ্গে এভাবে কেন কর্মচারীরা ছুটিতে যাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়। তবে প্রকাশিত খবর অনুযায়ী, একেবারে শেষ মুহূর্তে কর্মচারীরা অসুস্থতার খবর জানাচ্ছেন এবং মোবাইল অফ করে দিচ্ছেন।

সূত্রের মতে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্ট বর্তমানে ক্রুদের সাথে যোগাযোগ (Air India Express flights cancelled) করার চেষ্টা চালাচ্ছেন। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। সম্প্রতি সংস্থার নতুন নিয়োগের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ চলছে। আর সেই কারণেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক আধিকারিক জানিয়েছেন, কেবিন ক্র’য়ের সদস্যরা মঙ্গলবার রাত থেকে অসুস্থতার খবর জানিয়ে মেল করছেন। একেবারে শেষ মুহূর্তে তাঁরা জানাচ্ছেন। ফলে বিমান বাতিল করতে বাধ্য হচ্ছে সংস্থা। কিছু বিমান অস্বাভাবিক দেরিতে চালানো হচ্ছে। এই ঘটনার পিছনে ঠিক কি কারণ তা বুঝতে আধিকারিকরা পাইলটদের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে দাবি সংস্থার। এজন্য যাত্রীদের যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।

প্রয়োজনে সম্পূর্ণ রিফান্ড এবং অন্য তারিখে জন্য বিমান বুকিং করার সুবিধা যাত্রীদের দেওয়া হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বহু যাত্রী ক্ষোভ জানিয়ে পোস্ট করতে শুরু করেছেন। যা নিয়ে রীতিমত অস্বস্তিতে এয়ার ইন্ডিয়া। বলে রাখা প্রয়োজন, সম্প্রতি একাধিক ইস্যুতে এয়ার ইন্ডিয়ার ম্যানেজমেন্ট টিমের সঙ্গে সমস্যা চলছিল।

খারাপ ব্যবহার সহ একাধিক দাবিতে সোচ্চার হতেও দেখা গিয়েছে কর্মচারীদের। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এমপ্লয়িজ ইউনিয়ন (AIXEU) এর অভিযোগ, সংস্থার তরফে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত কর্মীদের মনোবলকে প্রভাবিত করছে। যার মধ্যে নিয়োগ সংক্রান্ত একটি শর্ত আছে বলেও খবর। যা খবর, পুরো বিষয়টি সিভিন অ্যাভিয়েশন গুরুত্ব দিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *