বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভোট শুরু হওয়ার আগেও ‘সন্ত্রাস’ ডোমকলে! ভোটারদের ভয় দেখাতে বোমাবাজির অভিযোগ। এমনকি গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে রায়পুরগ্ৰাম পঞ্চায়েতের কুপিলা গ্ৰামে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি। এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনায় তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। হারবে জেনে এলাকায় আতঙ্কের পরিস্থিতি শাসকদল তৈরি করতে চাইছে বলে দাবি স্থানিয় কংগ্রেস নেতৃত্বের। যদিও ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলেই দাবি শাসকদলের।

অন্যদিকে বিভিন্ন জায়গায় এজেন্টদের বসতে ‘বাধা’ দেওয়ার অভিযোগ সামনে আসছে। পুরো বিষয়টির উপর নজর নির্বাচন কমিশনের। জানা গিয়েছে, সোমবার রাতে কংগ্রেস কর্মী রবিউল আলম বিশ্বাসের বাড়ি টার্গেট করে বোমাবাজি করা হয়। বেশ কয়েকটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।

এমনকি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে গুলিও চালানো হয় বলে খবর। শুন্যে সেই গুলি চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে একাধিক বোমা উদ্ধার হয়। উদ্ধার হয়েছে অস্ত্র। আর এর মধ্যেই ভোট সন্ত্রাসের অভিযোগ।

অন্যদিকে বেলা বাড়তেই বিভিন্ন বুথে বিজেপি সহ বিরোধী এজেন্টদের বসতে বাঁধা দেওয়ার অভিযোগ। এরপরেও শান্তিপূর্ণ ভোট করানোটা বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। এই অবস্থায় অনেক বেশি সতর্ক কমিশন। গত দু’দফার থেকে অনেক বেশি কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু মাত্র বুথেই আজ চারটি লোকসভা কেন্দ্রে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে থাকবে। এমনকি চার লোকসভা কেন্দ্রে ৩৩১ কোম্পানি কিউআরটি থাকবে।

পাশাপাশি প্রত্যেক বুথে সিসিটিভি থেকে শুরু করে জাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে কমিশনের তরফে। বিশেষ করে স্পর্শকাতর বুথগুলিতে বিশেষ নজর। উল্লেখ্য, মুর্শিদাবাদ ছাড়া এদিন মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর লোকসভায় নির্বাচন রয়েছে। যদিও আতঙ্ক উপেক্ষা করে কেন্দ্রগুলিতে ভোটারদের লাইন চোখে পড়ার মতো। সকাল ৭টার আগে থেকে লাইন ভোটারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *