বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: “একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালি কী করে টাকা দিয়ে সাজানো হয়েছিল?” লাভপুরের সভা থেকে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বোলপুরের লাভপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল রবিবার। তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে যান তিনি। সেখানেই বিজেপির প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেন তিনি।

সন্দেশখালি নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। গতকাল তৃণমূলের তরফে একট ভিডিও প্রকাশিত হয়৷ যা ইতিমধ্যেই ভাইরাল। বিজেপির পরিকল্পনা সন্দেশখালি৷ সবটাই সাজানো, বানানো ঘটনা। এমনই কথা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। আজও সেই ইস্যুতে সরব হয়েছেন তিনি। লাভপুরের সভা থেকে আরও একবার সন্দেশখালি ইস্যুতে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, আপনারা কেউ ভাবতে পেরেছিলেন? ঘটনাটা কীভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন? কীভাবে টাকা দিয়ে সাজানো হয়েছিল।” এদিন সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ” টাকা দিলে টাকা পাওয়া যায়। মায়েদের আত্মসম্মান চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। বাংলাদেশের মায়েদের অপমান করবেন না। সতর্ক করে দিচ্ছি।”

বিজেপির একটি বিজ্ঞাপন প্রচার হয়েছে। তৃণমূল সনাতনের বিরুদ্ধে। এই কথা বলা হয়েছে৷ এদিন তাই নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ” মিথ্যা কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে। আর নির্বাচন কমিশন বিজেপির কমিশন হয়ে কিছু দেখছে না, শুনছে না৷ ওরা বিচার না করলে আমরা পদক্ষেপ করব।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ” স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম আমরা মেনে চলি। আপনারা কাকে সম্মান করেন? ছটা মায়ের মূর্তির নাম বলুন তো।” এরপরেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন মমতা।

নাম না করে তীব্র কটাক্ষ করেন মমতা৷ তিনি বলেন, ” একটা দুষ্টু লোক, বাজে লোক, সন্ত্রাসের কারিগর, খুনিদের কারিগর। তার কাছে আমায় ধর্ম শিখতে হবে? “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *