বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষ সম্পর্কে তীব্র কটাক্ষ করেছিলেন। পাল্টা আরও চড়া সুরে আক্রমণ করলেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় কুৎসিত, তোলাবাজ, অপরাধী। পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ, অভিনন্দন জানিয়েছেন কুণাল ঘোষ।
দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় বনাম কুণাল ঘোষ নারদ নারদ চলছিল তৃণমূল কংগ্রেসের অন্দরে। আজ শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে চাকরি দুর্নীতিতে সরাসরি আক্রমণ করেন কুণাল। চাকরি দুর্নীতির মাস্টার মাইন্ড, অন্যতম কিংপিং পার্থ চট্টোপাধ্যায়। সেই কথা জোর গলায় দাবি করেছেন কুণাল ঘোষ।
চাকরি দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অন্যতম অভিযুক্ত। এই ঘটনার কিংপিং। এই দাবি ইডি ও সিবিআই দুই তদন্তকারী সংস্থাই আদালতে দাবি করছে। তিনি এই দুর্নীতির মাস্টার মাইন্ড। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তদন্তকারীরা বারবার এই দাবি করেছেন। সে কারণেই প্রায় দুই বছর হতে চলল এখনও পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন না।
এবার সেই কথাতেই আক্রমণ করলেন কুণাল ঘোষ। চাকরি চুরির মাস্টার মাইন্ড, অন্যতম কিংপিং পার্থ চট্টোপাধ্যায়। জোর গলায় এই দাবি করলেন তৃণমূলে সদ্য পদ হারানো কুণাল ঘোষ। এই বিষয় নিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চর্চা।
আজ পাল্টা বক্তব্য রেখেছেন পার্থ। কুণাল ঘোষকে অনেক আগেই দল থেকে সরিয়ে দেওয়া উচিত ছিল। বিরোধীদের থেকেও বেশি ক্ষতি কুণাল তৃণমূলের করেছে। এই বক্তব্য পার্থ চট্টোপাধ্যায় করেন। পরে কুণাল ঘোষ এই বিষয়ে পাল্টা বক্তব্য রেখেছেন।
“পার্থ চট্টোপাধ্যায় যোগ্যদের চাকরি বেঁচে কোটি কোটি টাকা তুলেছেন। তৃণমূল কংগ্রেস দলের ক্ষতি করেছেন। তিনি আমার সুখ্যাতি করলে, মনে হত লজ্জা করছে। পার্থ চট্টোপাধ্যায় শত্রুতা করবেন। সে কথাই তো স্বাভাবিক।”এই শত্রুতাকে স্বাগত জানাচ্ছেন কুণাল ঘোষ। আজ পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষকে বড় সার্টিফিকেট দিলেন। এ কথাই কুণাল দাবি করছেন।
চাকরি চুরির দুর্নীতিতে তিনি যে ছিলেন না। পার্থ চট্টোপাধ্যায়দের বরাবর বিরোধিতা করে এসেছেন। এই কথা তাহলে আরও একবার প্রমাণ হয়ে গেল। পার্থ চট্টোপাধ্যায়ের আক্রমণই তার বড় প্রমাণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় জেলে বসে ষড়যন্ত্র করছেন কী না, এবার সেটিও তিনি খতিয়ে দেখবেন। এই কথাও জানিয়েছেন কুণাল।