বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:জল্পনায় ইতি। এবি ডি ভিলিয়ার্স ঠিক কথাই বলেছিলেন! অবশেষে আনুষ্ঠানিকভাবে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ঘোষণা করে দিলেন তাঁদের কোল করে পুত্রসন্তানের আগমন-বার্তা।

 

তবে দ্বিতীয় সন্তানের জন্মের খবর জানাতে পাঁচ দিন দেরি করলেন বিরুষ্কা। ভামিকার ভাইয়ের নামও জানিয়ে দিলেন।

বিরাট কোহলি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। অনুষ্কা যে সন্তানসম্ভবা সেটা বিরুষ্কার তরফে একবারও স্পষ্ট করা হয়নি। যদিও বিভিন্ন মাধ্যম থেকে সে কথা জানা যাচ্ছিল। বিরাট কোহলি বোর্ডের কাছে ছুটি চেয়ে ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়ানোর পর বোর্ডের তরফে অনুরোধ করা হয়েছিল, বিরাটের ব্যক্তিগত পরিসর নিয়ে চর্চা না করতে।

তারই মধ্যে জানা গিয়েছিল বিরাট এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ইউটিউব চ্যানেলে বলে ফেলেছিলেন, বিরাট দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। পরিবারকে অগ্রাধিকার দিয়ে সঠিক কাজই করেছেন। যদিও এ কথা এবিডিকে প্রত্যাহার করা হয়।
এবিডিকে বলতে হয়েছিল, তিনি সঠিক কারণ না জেনেই বলে ফেলেছিলেন। যা বলেছিলেন তা ঠিক নয়। এ জন্য ক্ষমা প্রার্থনাও করতে হয়। তবে দেখা গেল, এবিডি যেমন ভুল কিছু বলেননি, তেমনই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরও সঠিকই ছিল। তবে এটাও ঠিক, ব্যক্তিগত বিষয় কখন ঘোষণা করবেন তা বিরাট ও অনুষ্কারই ব্যাপার।

সম্প্রতি এক শিল্পপতির টুইটে জানা গিয়েছিল, অনুষ্কা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বিলেতে। তবে আজ যা জানা গেল তাতে ওই টুইটের আগেই বিরাট-অনুষ্কা পুত্রসন্তানের অভিভাবক হয়ে গিয়েছেন। ভামিকার মুখ এখনও প্রকাশ্যে আনেননি বিরুষ্কা। এবার কোহলি পরিবারে এলো ভামিকার ভাই।
বিরাট ও অনুষ্কা আজ যৌথ বিবৃতিতে জানিয়েছেন, গত ১৫ ফেব্রুয়ারি তাঁদের পুত্র, ভামিকার ছোট ভাই অকায় (Akaay) ভূমিষ্ঠ হয়েছে। জীবনের এই সুন্দর মুহূর্তে সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন বিরাট ও অনুষ্কা। সেই সঙ্গে তাঁদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধও করেছেন তাঁরা।

এরই মধ্যে অকায় শব্দের অর্থ জানতে গুগল সার্চ করছেন অনেকেই। জানা যাচ্ছে, এই শব্দের উৎপত্তি তুরস্কে। এই নাম যে শুধু ছেলেদেরই রাখা যায় তা নয়। অকায় শব্দের অর্থ উজ্জ্বল চাঁদ বা শাইনিং মুন। উল্লেখ্য, বিরাট ও অনুষ্কার প্রথম সন্তান ভামিকা সংস্কৃত শব্দ। এর অর্থ দেবী দুর্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *