বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:অবশেেষ অমেঠি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। তবে গান্ধী পরিবারের কেউ আর এবার অমেঠি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন না। রাহুল-প্রিয়াঙ্কার কেউ অমেঠি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন না।

কংগ্রেস এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির বিপক্ষে প্রার্থী করছে কিশোরী লাল শর্মাকে।

তবে রায়বরেলি কেন্দ্রে এবার প্রার্থী হচ্ছে রাহুল গান্ধী। এর আগে এই কেন্দ্রে প্রার্থী হতেন সোনিয়া গান্ধী। বরাবরই কংগ্রেসের ডেরা বলা হয় রায়বরেলিকে। গতবার গোটা দেশে কংগ্রেস খারাপ ফল করলেও বায়বরেলি কিন্তু কংগ্রেসকে নিরাস করেনি।

দীর্ঘদিন ধরেই অমেঠি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঠিক করতে পারছিল না। কে প্রার্থী হবেন এই কেন্দ্রে এই নিয়ে আলোচনা চলছিল। প্রথমে জল্পনা শুরু হয়েছিল এই কেন্দ্রে এবার কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে ভাবছে। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভডরা বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছিলেন যে অমেঠির মানুষ হয়তো তাঁকে দেখতে চাইছেন এই কেন্দ্রে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে অমেঠি কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন রাহুল গান্ধী। ওয়েনাড় ছাড়াও অমেঠিকেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। আর বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছিলেন স্মৃতি ইরানিকে। অমেঠির ভোটাররা সেবার স্মৃতিকেই বেছে নিয়েছিলেন। রাহুল গান্ধীকে প্রত্যাখ্যান করেছিলেন তাঁরা। বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি।
একটা সময়ে উত্তর প্রদেশের রায়বরেলি এবং অমেঠিকে কংগ্রেসের গড় বলা হতো। রায়বরেলি সেই পরম্পরা ধরে রাখলেও অমেঠি কিন্তু গান্ধী পরিবারের উপর থেকে আস্থা সরিয়ে নিয়েছিলেন। স্বাদ বদলের পথেই হেঁটেছিলেন তাঁরা। সেকারণে অমেঠি কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে এই নিয়ে প্রথম থেকে রহস্য বজায় রেখেছিল কংগ্রেস। দফায় দফায় এই নিয়ে আলোতনা হয়েছে কংগ্রেসের অন্দরে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যা তাতে সেফ সাইডে থাকতে চেয়েছে কংগ্রেস।

অর্থাৎ এই কেন্দ্রে গান্ধী পরিবারের কাউকে প্রার্থী করছে না কংগ্রেস। অমেঠিকে স্মৃতি ইরানির বিপক্ষে প্রার্থী করা হয়েছে কিশোরী লালা শর্মাকে। একেবারে মনোনয়ন জমার শেষদিনে অমেঠি এবং রায়বরেলি কেন্দ্রের প্রার্থী পদ নিয়ে যবনিকা পতন ঘটিয়েছে কংগ্রেস। আজই এই দুই কেন্দ্রে মনোনয়ন জমার শেষ দিন। সাত দফার নির্বাচনে এই দুই কেন্দ্রে ভোট পঞ্চম দফায় ২০ তারিখ।

এদিকে আজই রায়বরেলি রওনা হয়ে গিয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে রায়বরেলি গিয়েছেন তিনি। আজই মনোনয়ন জমা দেওয়ার কথা। কারণই আজই মনোনয়ন জমার শেষ দিন। রায়বরেলি বরাবরই কংগ্রেসের পক্ষে নিরাপদ। সেই ইন্দিরা জমানা থেকেই রায়বরেলির ভোটাররা কংগ্রেসের প্রতি তাঁদের আনুগত্য এবং ভরসা জিইয়ে রেখেছে। নিরাপদ কেন্দ্র বিবেচনা করেই কংগ্রেস এই কেন্দ্রে রাহুলকে বেছে নিয়েছেন। কারণ এবার আর লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন না সোনিয়া গান্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *