বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:চাকরিহারা যোগ্যদের পাশে থাকবে বিজেপি। জেলায় জেলায় খোলা হবে আইনি সহায়তা কেন্দ্র। তৃতীয়দফার ভোটের আগে রাজ্যে প্রচারে এসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

এদিন বর্ধমানে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারসভা করেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছে অনেক সৎ শিক্ষকদেরও। যাঁরা সৎ যাঁদের ডিগ্রি ঠিক আছে তাঁদের পাশে থাকবে বিজেপি এবং তাঁদের আইনি সহায়তা দিতে লিগাল সেল খোলা হবে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাঁদের জন্য তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। যোগ্যদের সাথে বিজেপি দাঁড়িয়ে থাকবে বলে জানিয়েছেন। তবে যাঁরা সত্যিই অযোগ্য দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাঁদের শাস্তি হবেই।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজারের শিক্ষকের নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে আদালত। তাতে যেমন অযোগ্যদের চাকরি গিয়েছে তেমন অযোগ্যদের চাকরিও গিয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। যোগ্য প্রার্থীরাও সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন।

এই নিয়ে নির্বাচনী জনসভায় একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করে ভোটের আগে এতোজনের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। বিজেপি বিচারপতিদের রায় লিখে দিচ্ছে তারপর সেই রায় ঘোষণা করা হচ্ছে আদালতে এমনই অভিযোগ করেছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী এই রায় ঘোষণার আগে বোমা ফাটবে বলে ইঙ্গিত দিয়েছিলেন। তারপরেই হাইকোর্ট চাকরি বাতিলের নির্দেশ দেয়।

এবার ময়দানে নামল বিজেপি। দেরিতে হলেও প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনী জনসভা থেকে ঘোষণা শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী মোদী চাকরিহারা যোগ্যদের পাশে থাকবে। এদিকে করুণাময়ীতে এসএসসি অফিসের সামনে চাকরিহারাযোগ্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাঁরা দাবি করেছেন যেভাবেই হোক তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *