বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সাপের কামড়ে মৃত্যুর পরেও লক্ষ্মীন্দরকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল তাঁর স্ত্রী বেহুলা। সেই মনসামঙ্গলের কাহিনীকে বিশ্বাস করে আজও অনেকেই সাপের কামড়ে মৃত্যুর পর দেহ দাহ করেন না। এমনই ঘটনা দেখা গিয়েছে উত্তর প্রদেশের বুলন্দশহরে।

 

সেখানেও সাপের কামড়ে মৃত্যুর পর এক যুবকের দেহ গঙ্গায় তিনদিন ধরে ফেলে রেখেছিল পরিবার। তাঁদের আশা ছিল যদি ছেলে প্রাণ ফিরে পায়। কিন্তু তা ঘটেনি। অবশেষে স্থানীয় প্রশাসন সেটা দেখতে পেয়ে দেহ উদ্ধার করে সেটি দাহ করে। অবন্দিকা ঘাটে সেই দেহ দাহ করা হয়।

এই দুই দিন গঙ্গায় মিশল সেই দেহে ছড়িয়ে পড়া বিষ। তার শরীরে পচা অংশ। ইতিমধ্যে গঙ্গায় পড়ে থাকা শবদেহের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত ২৬ এপ্রিল ঘটনাটি ঘটেছিল বুলন্দশহরের জয়রামপুর কুদেনা গ্রামে।

মোহিত কুমার (২০) নামে এক যুবক ভোট দেওয়ার পর মাঠে গিয়েছিলেন। এ সময় তাকে একটি সাপে কামড়ায়। বাড়িতে গিয়ে সাপের কামড়ের কথা জানান ওই যুবক। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই যুবকের শরীরের বিষ ছড়াতে শুরু করেছিল। তার অবস্থা খারাপ হতে থাকে। হাসপাতালে নিয়ে গেলও শেষ রক্ষা হয়নি। সঙ্গে সঙ্গে মারা যান যুবক।

পরিবারের সদস্যদের একজন জানান, সাপে কাটা ব্যক্তির লাশ গঙ্গায় রাখলে নাকি বিষ চলে যায়। এই কুসংস্কার মেনে ওই যুবকের মৃতদেহ গঙ্গায় রেখে দেয় পরিবার। লাশ গঙ্গার সেতুর থামের সঙ্গে বেঁধে রেখে দেয় পরিবারের লোকেরা। কিন্তু তিনদিন পার হয়ে গেলেও দেহে প্রাণ না দেখা দেওয়ায় শেষে দেহ দাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *