বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রবল দাবদাহে পুড়ছে বাংলা। সমস্ত রেকর্ড ভেঙে কলকাতায় তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রিতে। অন্যান্য জেলাতেও পরিস্থিতি ভয়ঙ্কর। কোথাওঁ ৪৪ ডিগ্রি তো কোথাও ৪৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রা।

সঙ্গে চলছে প্রবল তাপপ্রবাহ। প্রবল গরমকে উপেক্ষা করেই ব্যাক টু ব্যাক সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সেই মতো আজ বুধবার সভা (Lok Sabha Election 2024) ছিল ফারাক্কায়। কিন্তু সেই সভায় ছন্দপতন। মাঝ পথেই বক্তব্য থামালেন মুখ্যমন্ত্রী। অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদেও ব্যাপক গরম। ৪২ ডিগ্রির উপরে তাপমাত্রা। এই অবস্থায় এদিন সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। অন্যান্য সভার মতোই ব্যাপক ভিড় হয় সেখানে।

বহু মানুষ প্রখর রোদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কথা শুনছিলেন। যাদের মধ্যে বেশির ভাগই মহিলা। আর তা নজরে আসতেই মাঝ পথেই বক্তব্য থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। প্রকাশ্য মঞ্চে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ডেকে নেন। কিছুটা ক্ষোভের সুরেই মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেন, কেন অতিরিক্ত হ্যাঙার নেই। শুধু তাই নয়, তাঁর মঞ্চের সামনের ফাঁকা জায়গায় মহিলাদের যাতে এনে বসানো হয় সেই নির্দেশও দেন তৃণমূল সুপ্রিমো।

এমনকি মঞ্চ থেকেই বলেন, ”মেয়েরা যাঁরা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে চলে আসুন।” আর তা হলেই সভা শুরু করবেন বলে জানান। এরপর প্রায় ২০ মিনিট পর ফের বক্তব্য রাখতে শুরু করেন তৃণমূল সুপ্রিমো। বক্তব্যের শুরুতেই প্রখর এই গরমের মধ্যে ভোট করানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলে রাখা প্রয়োজন, গরমের মধ্যে ভোট নিয়ে আগেই নির্বাচন কমিশনকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে সুবিধা করিয়ে দিতেই জুন মাস পর্যন্ত নির্বাচন বলেও তোপ দাগেন।

বলেন, প্রত্যেকবার এই সময় নির্বাচন করা হয়। তাও আগে মে মাসের মধ্যে নির্বাচন শেষ হয়ে যেত। এখন তা জুন মাস পর্যন্ত টানা হচ্ছে। কাকে সুবিধা করে দিতে এই পদক্ষেপ? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরেই এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানান নেত্রী। অন্যদিকে এদিন ফারাক্কা থেকে একাধিক ইস্যুতে বিজেপি এবং মোদীকে আক্রমণ শানান। পাশাপাশি নির্বাচন কমিশনের ইএভিএমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

বলেন, মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই হার হঠাত করে বেড়ে গিয়েছে। কীভাবে তা বাড়ল তা নিয়ে মানুষের সন্দেহ যাতে কমিশন দূর করে সেই কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *