বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বুধবার থেকে রান্নার গ্যাসের দাম কমেছে। লোকসভা নির্বাচনের মধ্যেই গতমাসের পরে এই মাসের শুরুতেও সুখবর। তবে এই সুখবর বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য।

বুধবার থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম ২০ টাকা করে কমাচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। স্থানীয় করের ওপরে ভিত্তি করে এই মূল্য হ্রাস বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা হবে।

প্রসঙ্গত পয়লা এপ্রিল থেকে এই দাম কমেছিল সিলিন্ডার পিছু ৩২ টাকা করে। বাণিজ্যিক এলপিজি ব্যবহার করা হয় হোটেল, রেস্তোরাঁয়। কলকাতায় এর দাম ১৮৭৯ টাকা থেকে কমে হচ্ছে ১৮৫৯। মার্চের শুরুতে এই দাম ২৪ টাকা বৃদ্ধি পেয়েছিল। এবার এপ্রিলের শুরুতে ৩২ টাকা কমার পরে মে মাসের শুরুতে কমল আরও ২০ টাকা।

মূল্য হ্রাসের পরে দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম হয়েছে ১৭৪৫ টাকা, মুম্বইয়ে ১৬৯৮.৫০ টাকা এবং চেন্নাইতে ১৯১১ টাকা।

তবে সাধারণ রান্না ঘরে ব্যবহৃত অর্থাৎ গার্হস্থ এলপিজির দাম অপরিবর্তিতই রয়েছে। স্থানীয় করের ওপরে ভিত্তি করে এর দামও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন। কলকাতার এর মূল্য এখন ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।
আইওসিএলের ওয়েবসাইট অনুসারে রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮০৩ টাকা। আর উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য তা ৬০৩ টাকা। মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।

রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন আগের মাসের গড় আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে প্রতিমাসের এক তারিখে দাম সংশোধন করে থাকে।

উল্লেখ করা যেতে পারে ভোট ঘোষণার আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে, আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গার্হস্থ্য সিলিন্ডার অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১০০ টাকা করে হ্রাস করার কথা ঘোষণা করেছিলেন। যা সেই সময় ৩৩ কোটি পরিবারকে উপকৃত করেছিল। একইসঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে সিলিন্ডারে ভর্তুকি ৩০০ টাকা করে বৃদ্ধি করার কথাও জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *