বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্দেশখালিতে মা-বোনেরা-মেয়েরা যেভাবে লাঠি-ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়ে এসেছিলেন সেই ছবি অচেনা নয়। এর আগেও বাম জমানায় এই ছবি দেখেছে বাংলা। শুধু জায়গাটি ছিল আলাদা। সেবার আন্দোলন হয়েছিল নন্দীগ্রামে। এভাবেই বাম নেতাদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন গ্রামের মহিলারা।

 


সন্দেশখালিতে সেই আন্দোলনের ছায়া দেখতে পেয়েই পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। গ্রামের মা-বোনেদের তিনি পরামর্শ দিয়েছেন নন্দীগ্রামের মতো প্রতিরোধ গড়ে তোেলা। রাতের অন্ধকারে বহিরাগত কাউকে দেখলে সঙ্গে সঙ্গে শাখ বাজিেয়-উলুধ্বনি দিয়ে গোটা গ্রামকে সতর্ক করে দিতে হবে।

বাম জমানার পতনের অন্যতম কারণ ছিল নন্দীগ্রাম। নন্দীগ্রামে বাম নেতাদের অত্যাচারের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভে শুরু করেছিলেন গ্রামের মহিলারা। তারপরের ঘটনা সকলেরই জানা। সেই আন্দোলনে ভর করেই সরকারে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার কি সন্দেশখালি দ্বিতীয় নন্দীগ্রাম আন্দোলনের রূপ নিতে চলেছে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

গত ৯ দিন ধরে সন্দেশখালির চেহারা একেবারে বদলে গিয়েছিল। গ্রামে ১৪৪ ধারা জারি করেছিল পুলিশ। তার জেরে প্রায় আতঙ্কে ঘরে সিঁধিয়ে গিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। রাতের অন্ধকারে তাঁদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। শিবু হাজরার বিরুদ্ধে যিনি গোপন জবানবন্দি দিয়েছেন তাঁর বাড়িতেও রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে। পরিস্থিতি সামাল দিয়ে পুলিশি পাহারা বসাতে হয়েছে তাঁর বাড়ির সামনে।
নন্দীগ্রামের ছায়ায় তৈরি হয়েছে সন্দেশখালিতে। যেভাবে নন্দীগ্রামের মহিলারা শাখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে গোটা গ্রামকে সতর্ক করেছিল। সেরকম ভাবেই এই ভাবেই সতর্ক করেছেন তিনি। শুভেন্দু অধিকারী গ্রামের মহিলাদের সতর্ক করে বলেছেন সন্ধের পর বাইরের লোককে এলাকায় দেখলেই যেন শাখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে সতর্ক করা হয়। সন্দেশখালির গ্রামের মহিলাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

গ্রামের মহিলারা শুভেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়েন। শুভেন্দু অধিকারীর পা ধরে রীতিমতো তাঁর কাছে অভাব অভিযোগ জানাতে শুরু করে দেন। তার পরেই শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করেন গ্রামবাসীরা। শাহজাহান শেখকে গ্রেফতার করা হবেই বলে প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি সন্দেশখালিতে গিয়ে গ্রেফতার হওয়া বিজেপি নেতার বাড়িতে যান। তাঁর লড়াইয়ের জন্য এই বার্তা দিয়েছেন তিনি। প্রয়োজনে সুপ্রিমকোর্টে আইনজীবী নিয়ে এসে এই আদালতে লড়াই করা হবে। আবার তিনি ২৬ তারিখ তিনি আসবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *