বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টেও জামিনের আবেদন খারিজ হয়ে গেল। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন না। জেলেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তারপর একাধিক তথ্য, সূত্র সামনে আসে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫১ কোটি টাকা নগদ উদ্ধার হয়। তিনিও জেল হেফাজতে৷

একাধিক বার এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন জানিয়েছিলেন। শরীর ভেঙে পড়ছে। একাধিক শারীরিক সমস্যা আসছে। সেই কথা বলা হয়। পার্থ চট্টোপাধ্যায় কলকাতা ছেড়ে কোথাও যাবেন না। বাড়ির মধ্যেই তিনি কেবল থাকবেন। সেই কথাও আবেদন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় হয়ে গেলেও জামিন পাওয়া যায়নি আদালত থেকে।

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জামিনের আবেদন জানানো হয়েছিল। সেই দিন শুনানিতে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে?

ইডি সেদিনও বরাবরের মতো জামিনের আবেদনের বিরোধিতা করে। তদন্ত সঠিক পথে চলছে। সেই কারণে এখনও পার্থ চট্টোপাধ্যায়কে জেলে রাখা উচিত। ইডির তরফে এই দাবি করা হয়।

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে টাকা পাওয়া গিয়েছে। সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের নয়৷ সেইসব তাঁর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কথা ফের আদালতে দাবি করা হয়েছিল। ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল।
ইডি হেফাজতের পর জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইও সেই মামলার তদন্ত শুরু করেছিল। সেখানেও একাধিক বার সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়েছিলেন পার্থ। কিন্তু জামিন মেলেনি।

দীর্ঘ প্রায় দুই বছর জেলেই কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। আজ মঙ্গলবার ওই মামলার রায় দেওয়া হল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন জামিন পাওয়া যাবে না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন বর্ধমানের সভা থেকে। ৫১ কোটি টাকা যার ঘর থেকে পাওয়া গিয়েছে, তাকে জেলে রাখা উচিত কি? প্রশ্ন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *